ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

গাইবান্ধা-৫: নদীভাঙন, চরাঞ্চল আর ভোটের লড়াই


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ২:১১

গাইবান্ধা-৫ আসনটি সাঘাটা ও ফুলছড়ি দুই উপজেলা নিয়ে গঠিত। প্রাকৃতিক বৈশিষ্ট্যে আসনটি ব্যতিক্রমী। যমুনা ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এই জনপদের অধিকাংশ মানুষ নদীভাঙন ও চরাঞ্চলের জীবনের সঙ্গে অভ্যস্ত। প্রায় তিনভাগের দুইভাগ এলাকা ভাঙনপ্রবণ হওয়ায় এখানকার মানুষের জীবন-জীবিকা সব সময়ই অনিশ্চয়তার মধ্যে কাটে। তবু নদী ও চরকে ঘিরে গড়ে ওঠা গ্রামীণ অর্থনীতি আর মানুষের অবিরাম সংগ্রাম এই আসনের আলাদা পরিচয় গড়ে তুলেছে।

গাইবান্ধা-৫ আসনে মোট ভোটার প্রায় ৩ লাখ ৭৫ হাজার। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা সামান্য বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো, এ আসনে রয়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) দুইজন ভোটারও। সাঘাটা ও ফুলছড়ি মিলিয়ে মোট ১৭টি ইউনিয়ন পরিষদ এই আসনের আওতায়।

রাজনৈতিকভাবে এ আসন বেশ আলোচিত। ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় পার্টির ফজলে রাব্বী মিয়া এখানে লাঙ্গল প্রতীকে টানা সংসদ সদস্য নির্বাচিত হন। মাঝে মাত্র চার মাসের জন্য বিএনপির মতিয়ার রহমান এমপি ছিলেন। এরপর ২০০১ সালের নির্বাচনে জাতীয় পার্টির রওশন এরশাদ জয়ী হন। ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত আবারও ফজলে রাব্বী মিয়া নৌকা প্রতীকে টানা নির্বাচিত হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপনির্বাচনে আওয়ামী লীগের মাহমুদ হাসান রিপন জয় পান এবং একই বছরের সাধারণ নির্বাচনে আবারও বিজয়ী হন তিনি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির হয়ে অন্তত আটজন সম্ভাব্য প্রার্থী দৌড়ঝাঁপ করছেন। তাঁদের মধ্যে আছেন জেলা বিএনপির উপদেষ্টা ও শিল্পপতি অ্যাডভোকেট নাজেমূল ইসলাম প্রধান নয়ন, সহসভাপতি ফারুক আলম সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ, আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ আরো অনেকে। বহিষ্কৃত হলেও আলোচনায় আছেন নাহিদুজ্জামান নিশাদ।

অন্যদিকে দীর্ঘদিনের জোটসঙ্গী হলেও এবার বিএনপি-জামায়াত আলাদা মাঠে নামতে পারে বলে আভাস মিলছে। ইতিমধ্যে গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেজকে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। তিনি নির্বাচনী প্রচারণায় বালাসী-বাহাদুরাবাদ টানেল বা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন।

এ আসনের সাধারণ ভোটারদের মূল চাওয়া ভাঙনরোধ ও যোগাযোগব্যবস্থা উন্নয়ন। সাঘাটা-ফুলছড়ির চরাঞ্চলের মানুষ মনে করেন, “যে প্রার্থী নদীভাঙনপীড়িত ও অবহেলিত মানুষদের পাশে থাকবেন, তাঁর পক্ষেই যাবে ভোট।”

তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বলছেন, দুঃসময়ে যারা মামলা-হামলা, জেল-জুলুম সহ্য করে দলের হয়ে মাঠে ছিলেন, তাদের মধ্য থেকেই এবার মনোনয়ন দেওয়া উচিত। আর জামায়াত বলছে, তারা একক প্রার্থী নিয়েই জয়ী হতে আশাবাদী।

গাইবান্ধা-৫ আসনের ভোটের লড়াই তাই শুধু দলীয় প্রতীক নয়, বরং চর-নদীভাঙন ও বেঁচে থাকার সংগ্রামের রাজনীতি ঘিরেই আবর্তিত হবে এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা।

এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল জোরদার

ঠাকুরগাঁও হাসপাতালে লিফট বন্ধ ১২ দিন : কাঁধে করে রোগী বহন, চরম দুর্ভোগ

কুমিল্লায় জামায়াত আমীরের সমাবেশের ব্যাপক আয়োজন, সেই সাথে সময় পরিবর্তন

লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রাপথে নিখোঁজ মাদারীপুরের ১০ যুবক

অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো

ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা,

১৯ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে ধানের শীষের প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মতবিনিময়

রৌমারীতে ৩টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ

গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়

অরহর কালাই: গ্রামীণ জমিতে লুকিয়ে থাকা ঔষধি ও কৃষি সম্ভাবনা

ভোট ডাকাতি হতে দেবে না জনগণ: তারেক রহমান