ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ধামরাইয়ে পূজা মন্ডপ থেকে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন, গ্রেপ্তার ৩


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৩:১২

ঢাকার ধামরাইয়ে পূজা মণ্ডপের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হাতে প্রাণ হারালেন শাকিল হোসেন (২২) নামে এক গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য। এ ঘটনা ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন,এ ঘটনায় নিহতের পরিবার ১২জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে ৩জনকে গ্রেপ্তার করে ৪দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১১টার দিকে বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন (২২) মির্জাপুর উপজেলার হাঁড়িয়া গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে। তবে শাকিল জন্মের পর থেকে তার নানা মোহাম্মদ আলীর বাড়িতে থাকতেন। তার নানার বাড়ি ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল গ্রাম।

গ্রেপ্তারকৃতরা হলো, ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পাইচাল এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪৫), মৃত দারগ আলী শিকদারের ছেলে খাদেম আলী (৫০) ও মৃত মজিবর রহমানের ছেলে নিয়াজ উদ্দিন (৪০)। উভয় বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজার ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন শাকিল। রাত আনুমানিক ১০ টার দিকে সিংশ্রী বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায় শাকিলের উপর। তাকে এলোপাথাড়ি লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

ধামরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আসিফ ইকবাল বলেন, ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল শিবনাথ কুটির পূজামণ্ডপে শাকিল হোসেনের ডিউটি ছিল। শাকিলকে যেদিন খুন করা হয় সেদিন তার ডিউটির শেষ দিন ছিল। কাজ শেষে রাত ৯টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। বাড়ির কাছে পৌঁছালে কে বা কারা যেন তাকে মেরে ফেলে।

বাইশাকান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, শাকিল হোসেন আমার ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার বাড়ি মির্জাপুর। শাকিলের বাবা অন্যত্র বিয়ে করে তার মাকে ডিভোর্স দেয়। তারপর থেকে শাকিল ও তার ছোট ভাই তাদের মায়ের সাথে নানার বাড়িতেই থাকেন।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, নিহত শাকিল হোসেনকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী