ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

তরুণ সমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে কাজ করছে শিক্ষক ফেডারেশন — মামুনুর রশীদ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ৩:১২

আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও ইম্পারিয়েল কলেজ-মৌলভীবাজার এর অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ আদর্শ শিক্ষক ফেডারেশন সম্পর্কে বলেন, এই শিক্ষক ফেডারেশনের পূর্বে একটি বিশেষণ আছে সেটি হলো আদর্শ। আদর্শ টা কী?একজন শিক্ষক হিসেবে আমাদের আদর্শ কী থাকা উচিত?  এই সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে আদর্শ শিক্ষক ফেডারেশন কাজ করে যাচ্ছে। আদর্শ বলতে আমাদের আল্লাহ,আল্লাহর রাসূল,রাসূলের প্রদর্শিত পথ এই আদর্শই আমাদের আদর্শ। মূলত শিক্ষক হিসেবে আমার দায়বদ্ধতা কী? আমার প্রতিষ্ঠানের প্রতি,আমার ছাত্রছাত্রীদের প্রতি,আমার ধর্মের প্রতি,আমার দেশের প্রতি এই দায়বদ্ধতা আমি কতটুকু পালন করতে পারছি, এই বিষয় সম্পর্কে উদ্ভুদ্ধ করার জন্য প্রোগ্রাম গুলোর আয়োজন করা হয়।

আমি দৃঢ় প্রত্যয় পোষন করি,আজ থেকে ২০-২৫ বছর পূর্বে এদেশের তরুণ সমাজের ভিতরে ইসলাম সম্পর্কে যে ফরিয়াদ ছিল তা উঠে গেছে।এখন ক্রমান্বয়ে সেই আধার টা বেড়েই চলেছে। আগামী নির্বাচনে প্রায় সাড়ে ৫ কোটি তরুন ভোট দেয়ার সফলতা অর্জন করেছে।এই তরুণদের মধ্যে যদি আল্লাহর যে আদর্শ,আল্লাহর নবির সে পথকে আমরা আধুনিক পন্থায় যদি তাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি ইনশাআল্লাহ জাগরণ আসবে।ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যে বিজয় দেখলাম সেটি অবিশ্বাস্য। সেই অবিশ্বাস্য উত্থান আমাদেরকে হরতবাক করে দিয়েছে।

তিনি আরও বলেন,শুধু মহানবি হযরত মোহাম্মদ (স) নয় এই দুনিয়াতে আল্লাহর প্রেরিত সকল নবি রাসূলের মূল কথা ছিল-"লা ইলাহা ইল্লাল্লাহু"এটি অত্যন্ত একটি বিপ্লবী স্লোগান। বিভিন্ন সিরাত গ্রন্থ থেকে আমাদের সকলের পড়া উচিত আল্লাহর নবির জীবনী।আল্লাহর নবির জীবনী ছিল এক অসমসাহসিক জিহাদ।আজকাল আমাদের ইসলামী কার্যক্রমকে জঙ্গি বলে অভিহিত করা হয়েছে ন্যক্কারজনক ভাবে দুঃখজনকভাবে। জীবন জিহাদের উপর নির্ভরশীল। জিহাদকে অস্বীকার করলে ইসলামে থাকা যাবে না।জিহাদ সম্পর্কে আমরা সবসময় ভুল বুঝি।আমরা বুঝি জিহাদ বলতে ময়দানে গিয়ে যুদ্ধ করা।আসলে তা না-নিজের অন্তরের কুপ্রকৃতিতে দমন করা এটাও জিহাদ।আল্লাহর রাসূল তার সামষ্টিক জীবন,পারিবারিক জীবন,সামাজিক জীবন,রাজনৈতিক জীবন,দেশ চালানোর জীবন প্রত্যেকটার আল্লাহর রাসূল আলাদাভাবে ক্রাইটেরিয়া তৈরি করে গেছেন।এটার সাথে ইসলামে ভিন্ন ধর্মের সমাজের বিরোধ,মারামারি,লাগালাগি লেগেই আছে।তিনি আরোও বলেন,পর্দা করা মুসলিম নারীদের জন্য ফরজ।পর্দার বিধানে কোনো আপোষ নেই।ইসলামের নারীর অবাধ বিচরণের কোনো সুযোগ নাই। যে ফলের ভিতরে বীজটা লুকিয়ে আছে সেটাকে যদি অনাদরে রাখা হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয়ে উঠবে। এই সমস্ত বিষয়গুলা স্কুলের ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে দিতে হবে। সমাজকে যদি ভেতরের দিকে পরিবর্তন করতে হয় তাহলে প্রতিটা মানুষকে ভেতরের দিক দিয়ে পরিবর্তন করতে হবে। মানুষকে ভেতরের দিক দিয়ে পরিবর্তন করতে হলে এমনিতেই একটা বিপ্লব হয়ে যায়। এটাকেই বলা হয় ইসলামের বিপ্লব। আমাদের রাসূল (স) কে  জানার জন্য বুঝার জন্য  এই সিরাতুন্নবী মাহফিল এর আয়োজন করা হয়। আল্লাহর রাসূলের ব্যক্তিগত জীবনের বৈশিষ্ট্যগুলা যেমন তিনি কিভাবে হাসতেন, তিনি কিভাবে খাবার খেতেন, কিভাবে তিনি নামাজ পড়তেন, কিভাবে তিনি ভ্রাতৃত্বের বর্ণনা করতেন, কিভাবে তিনি রসিকতা করতেন, প্রত্যেকটা নিখুঁতভাবে আলোচনা করা আছে বইগুলোতে। এছাড়া আল্লাহ রাসুলকে জানার কোনো উপায় নাই। তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আদর্শ শিক্ষক ফেডারেশনের কমিটি গঠন ও সীরাতুন্নবী (স) মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বড়লেখা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত মাহফিলে অনুষ্ঠানে উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমিনের সভাপতিত্বে ও ইটাউরি মহিলা মাদরাসার শিক্ষক  ইরশাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনে মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ও মৌলভীবাজার-০১(বড়লেখা- জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও: আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফেডারেশনের বড়লেখা শাখার উপদেষ্টা মাও: ইসলাম উদ্দিন,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম ও আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বেক।

অনুষ্ঠানে "অধ্যাপক এম.এ.মোহাইমিনকে সভাপতি, মুফতি জিয়াউল হক ও তারেক আহমদকে সহ সভাপতি, রশিদ আহমদ খানকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইরশাদ হোসাইনকে সহ সাধারণ সম্পাদক এবং মো. মইনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক" নির্বাচিত করে  ১০১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আদর্শ প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল করিম, আদর্শ মাদ্রাসা শিক্ষক বড়লেখা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, আদর্শ প্রাথমিক শিক্ষক পরিষদ বড়লেখা শাখার সাধারণ সম্পাদক ও মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলাম,গাছিটুলা ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষক সুফিয়ান আহমদ,আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদের সহ সভাপতি ও বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি ও ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উসমান আলী,মাওলানা শফিকুল ইসলাম,বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সাব্বির আহমদ,আদর্শ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের সভাপতি শামসুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী