ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

কর্ণফুলীর কৈয়গ্রামে বালু'র সেলস সেন্টার নিয়ে দু'পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:২৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কৈয়গ্রামে বালুর সেলস সেন্টারের মালিকানা নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে থানায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছে।  

গত ২৬ সেপ্টেম্বর বিকালে বালুর সেলস সেন্টার এলাকায় দু'পক্ষের উপস্থিততে উত্তেজনা বিরাজ করলে কর্ণফুলী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্য'রা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এসময় বালুর সেলস সেন্টারে দায়িত্বরত ম্যানেজার সহ চারজন'কে জিজ্ঞেসাবাদের জন্য সেনাবাহিনী আটক করে কর্ণফুলী থানায় সোপর্দ করে তাদের জিজ্ঞেসাবাদ পরবর্তী সময়ে মুচলেকা নিয়ে কোন পক্ষের আপত্তি না থাকায় দুপক্ষের সম্মতিতে ছেড়ে দেয় পুলিশ।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শাহমীরপুর কৈগ্রাম নতুন রোড সংলগ্ন এলাকায় ৪০ শতক ভূমির মালিক সাইফুদ্দিন আহমদের কাছ থেকে এন সাফা কর্পোরেশনের প্রোপাইটর গিয়াস উদ্দিন ও  মোঃ জাহাঙ্গীর আলম এর মধ্যে চুক্তি পত্রের মাধ্যমে বলাকা ইন্টান্যাশনাল লিমিটেড বর্তমানে মেসার্স কর্ণফুলী এন্টার প্রাইজ নামে একটি বালু ব্যবসা প্রতিষ্ঠান নামে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্যবসা শুরু করে। সে সময়ে বলাকা ইন্টান্যাশনাল লিমিটেড এর ট্র্রেড লাইসেন্স মো: মবিনুর রশিদ চৌধুরীর নামে থাকলেও  বলাকা ইন্টান্যাশনাল লিমিটেড এর নামে বালুর সেলস সেন্টারে চলার সময়ে জমির মালিক সাইফুদ্দিনের সাথে গিয়াস উদ্দিন ও জাহাঙ্গী আলমের যে চুক্তিপত্র সম্পাদন হয়েছিল সেখানে দেখা যায় মুবিনুর রশীদ চৌধুরী একজন সাক্ষী মাত্র।

এরিমধ্যে বালুর সেলস সেন্টার বলাকা ইন্টান্যাশনাল লিমিটেড এর মালিকানা নিয়ে মবিনুর রশিদ চৌধুরী ও জাহাঙ্গীর আলমের মধ্যে ব্যবসায়িক বিরোধ চরম আকার ধারন করলে গত ২০ সেপ্টেম্বর মবিনুর রশীদ চৌধুরী চারজনের নাম উল্লেখ করে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যার জিডি নং ১০৮৯। 

জিডি'তে মবিনুর রশিদ চৌধুরী দাবি করেন, জমির মালিক সাইফুদ্দিন আহমদের কাছ থেকে তিনি একাই সেলস সেন্টারে জায়গা ভাড়ায় নিয়েছেন এবং তিনি একাই চুক্তি করেছেন। বালুর সেলস সেন্টারের মালিক দাবি করা জাহাঙ্গীর আলমের কোন স্বত্ত্ব নাই বলে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে বলাকা ইন্টারন্যাশনাল লিমিটেড এর একাংশের মালিক জাহাঙ্গীর আলম জানান, বলাকা ইন্টারন্যাশনাল লিমিটেড বালু সেলস সেন্টারের প্রতিষ্ঠাকালীন সময় থেকে জাহাঙ্গীর আলম ও গিয়াস উদ্দিন এই দুইজনের নামে ছিল। মবিনুর রশীদ চৌধুরী নামের যে লোক এখন মালিক দাবি করতেছে তাকে আমরা বালু সেলস সেন্টার'টি দেখাশোনা জন্য (কেয়ার ঠেকার) হিসেবে রেখেছিলাম,তার মতো আরও একজন ছিল তার নাম ছিল নাছির। বেশ কিছু দিন আগে অমি অসুস্থ হয়ে পড়ায় বালুর সেলস সেন্টারে আসতে পারি নাই।

আমি আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ায় বলাকা ইন্টারন্যাশনাল লিমিটেডের আমার শর্তের একাংশ আমি আনোয়ারা উপজেলার বাসিন্দা গাজী ফোরকান নামের এক ভদ্রলোকের কাছে মালিকানা হস্তান্তর করি। এরই পরিপেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বর আমি সুস্থ হয়ে স্থানীয় সামাজিক ব্যক্তি এস এম ফারুক হোসাইন,ছোট ভাই শাখাওয়াত মিশুসহ স্থানীয়দের উপস্থিতিতে গাজী ফোরকান'কে আমার মালিকানাধীন শর্ত বুঝিয়ে দিতে গেলে মবিনুর রশীদ চৌধুরী আমাকে বাধা প্রদান করে এবং অশালীন ভাষা ব্যবহার করে পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এবিষয়ে বালু সেলস সেন্টারের মালিকানা দাবি করা মুবিনুর রশীদ চৌধুরী জানান,আমাদের কোম্পানি দীর্ঘদিন ধরে সততার সাথে ও বৈধ ভাবে বালির মহাল ইজারাদার প্রতিষ্ঠান হতে বালু সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সেইল সেন্টারের মাধ্যমে বালি বিক্রি করে আসতেছি। রডউঠান কৈয়গ্রাম সেতু রোডের পাশে জায়গা ভাড়া নিয়ে বৈধভাবে সেইল সেন্টারে বালুর ব্যবসা করে আসছি।

এলাকার চাঁদাবাজরা আমাদের সেইল সেন্টারের উপর হামলা চালিয়ে সেইল সেন্টারের বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন বিছিন্ন করে দেয় এবং সেইল সেন্টারে তালা মেরে দেয়। এবিষয়ে কর্ণফুলী থানায় একটি জিডিও করেছি।এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ দৈনিক সকালের সময়'কে জানান, দু'পক্ষই সেলস সেন্টারের মালিকানা দাবি থানায় পালটাপালটি অভিযোগ করেছে। বালু'র সেলস সেন্টার এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে উভয় পক্ষ'কে না যেতে বলা হয়েছে, এরমধ্যে তাদের দু'পক্ষই স্ব স্ব মালিকানার সঠিক কাগজপত্র নিয়ে আসার জন্য সময় দেওয়া হয়েছে। বালু'র সেলস সেন্টার এলাকা থেকে আটক করা ৪জন'কে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় উপস্থিত  উভয়পক্ষের সম্মতিক্রমে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।এবিষয়ে তাদের কাগজপত্র  যাচাই-বাছাই করে উপজেলা নির্বাহীর অফিসার (ইউএনও) স্যারের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত