গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নের প্রত্যাশায় মাঠে ব্যাপক গনসংযোগ করে চলছে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মেসবাহ

আসন্ন ত্রুয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ আসন তথা মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশায় ব্যাপক গনসংযোগ করে চলছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ ও কর্মসূচির মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি মুকসুদপুর ও কাশিয়ানীর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মত বিনিময় সভা,গনসংযোগ ও সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে, যা এলাকাবাসীর কাছে ইতিবাচক সাড়া ফেলেছে। সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী ধারার রাজনীতির সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় কর্মী ছিলেন এবং ধীরে ধীরে সাংগঠনিক পদে উন্নীত হোন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃত্বে থেকেছেন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় সহ- আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নেতাকর্মীদের দাবি, সৈয়দ মেসবাহের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা,সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে এ আসনে একটি গ্রহণ যোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি স্থানীয় উন্নয়ন,কর্মসংস্থান এবং যুবসমাজের সুযোগ সৃষ্টিকে অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, গোপালগঞ্জ-১ আসনের মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষার জন্য আমি কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহি মূলক ও সেবামুখী রাজনীতি প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। স্থানীয় নেতাকর্মীদের দাবি, সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে এ আসনে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন,মাঠ পর্যায়ের উপস্থিতি এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার ফলে তিনি আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারেন। মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাবিব জান মিয়া বলেন,আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞার আলোকে বলছি সৈয়দ জয়নূল আবেদীন মেসবাহ বাংলাদেশের রাজনীতিতে একজন উজ্জল নক্ষত্র,একজন জনবান্ধব নেতা,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠসর,সকল ধর্মের এবং সাধারন মানুষের আশ্রয়স্থল,তাকে সামনে রেখে শুধু গোপালগন্জ-১আসন নয় সমগ্র গোপালগন্জকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। উনি সর্বদা সত পথে চলেন,বর্তমান দেশে চলমান চাদাবাজি,মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। তাকে বিএনপির দলীয় মনোনয়ন দিলে গোপালগন্জ-১ আসনে জনগন ভোট বিপ্লবের মাধ্যমে ব্যাপক ভোটে বিজয়ী হবেন। এছাড়া মুকসুদপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম লিটু মোল্লা জানান,সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সৎ,চরিত্রবান এবং একজন কর্মীবান্ধব নেতা। কোন চাদাবাজ, জুলুমবাজ ও মামলাবাজদের তিনি কখনো প্রশ্রয় দেন না। এজন্যই তাকে আমরা পছন্দ করি। মানবিক নেতা হিসেবে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহকে গোপালগঞ্জ -১ আসনে আগামীতে এমপি হিসেবে দেখতে চাই।
এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
