দুর্ভোগে শিক্ষার্থী ও অভিভাবকরা
ডাসারে শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের সড়ক বেহাল
মাদারীপুরের ডাসার উপজেলার গুরুত্বপূর্ণ একটি পুরাতন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
ডি,কে, আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি ও ৩৪ নং ডাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ডাসার হাফেজিয়া মাদ্রাসা হয়ে ডাসার মহিলা মাদ্রাসা পর্যন্ত সড়কজুড়ে যাতায়াতের প্রধান সড়কটি বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদা-পানির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষজন প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে বিদ্যালয় ও মাদ্রাসায় যায়, এ ছাড়া হাফেজিয়া ও মহিলা মাদ্রাসায় অধ্যয়নরত সন্তানদের খোঁজ নিতে সপ্তাহে অন্তত একদিন অভিভাবকরা আসেন। কিন্তু ভাঙাচোরা সড়ক পাড়ি দিতে গিয়ে বিশেষ করে নারী অভিভাবকদের পড়তে হয় মারাত্মক দুর্ভোগে। শুধু তাই নয়, প্রতিদিন এ সড়ক দিয়ে ধামুসা বাজারে যাতায়াত করেন অসংখ্য মানুষ, ব্যবসায়ী ও ক্রেতারা মালপত্র নিয়ে চলাচল করতে গিয়ে পড়ছেন নানা সমস্যায়। স্থানীয় ব্যবসায়ী দৈনিক সকালের সময়কে জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে বাজারে যেতে হয়, রিকশা-ভ্যান প্রায়ই কাদায় আটকে যায়, এতে মালপত্র নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীদের দুর্ভোগ প্রসঙ্গে ডাসার মহিলা মাদ্রাসার এক অভিভাবক বলেন, “প্রতি শুক্রবার আমি মেয়েকে দেখতে আসি কিন্তু রাস্তার যে অবস্থা পা ফেলার জায়গা নেই, ছোট বাচ্চাদের নিয়ে আসতে গিয়ে খুব কষ্ট হয়।” ডাসার হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক জানান, শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারে না, রিকশা-ভ্যান চলতে না পারায় প্রায়ই দেরি হয় এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে তাঁরা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়ক সংস্কারের দাবি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ যেন অবিলম্বে উদ্যোগ নিয়ে এই সড়ক সংস্কারের কাজ শুরু করে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গার দ্বীন ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে
তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি
সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ
কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান
নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ও কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিলেন শিল্পপতি আবুল কালাম
ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ক্রীড়া বিষয়ক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত