দুর্ভোগে শিক্ষার্থী ও অভিভাবকরা
ডাসারে শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের সড়ক বেহাল
মাদারীপুরের ডাসার উপজেলার গুরুত্বপূর্ণ একটি পুরাতন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
ডি,কে, আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি ও ৩৪ নং ডাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ডাসার হাফেজিয়া মাদ্রাসা হয়ে ডাসার মহিলা মাদ্রাসা পর্যন্ত সড়কজুড়ে যাতায়াতের প্রধান সড়কটি বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদা-পানির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষজন প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে বিদ্যালয় ও মাদ্রাসায় যায়, এ ছাড়া হাফেজিয়া ও মহিলা মাদ্রাসায় অধ্যয়নরত সন্তানদের খোঁজ নিতে সপ্তাহে অন্তত একদিন অভিভাবকরা আসেন। কিন্তু ভাঙাচোরা সড়ক পাড়ি দিতে গিয়ে বিশেষ করে নারী অভিভাবকদের পড়তে হয় মারাত্মক দুর্ভোগে। শুধু তাই নয়, প্রতিদিন এ সড়ক দিয়ে ধামুসা বাজারে যাতায়াত করেন অসংখ্য মানুষ, ব্যবসায়ী ও ক্রেতারা মালপত্র নিয়ে চলাচল করতে গিয়ে পড়ছেন নানা সমস্যায়। স্থানীয় ব্যবসায়ী দৈনিক সকালের সময়কে জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে বাজারে যেতে হয়, রিকশা-ভ্যান প্রায়ই কাদায় আটকে যায়, এতে মালপত্র নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীদের দুর্ভোগ প্রসঙ্গে ডাসার মহিলা মাদ্রাসার এক অভিভাবক বলেন, “প্রতি শুক্রবার আমি মেয়েকে দেখতে আসি কিন্তু রাস্তার যে অবস্থা পা ফেলার জায়গা নেই, ছোট বাচ্চাদের নিয়ে আসতে গিয়ে খুব কষ্ট হয়।” ডাসার হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক জানান, শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারে না, রিকশা-ভ্যান চলতে না পারায় প্রায়ই দেরি হয় এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে তাঁরা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়ক সংস্কারের দাবি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ যেন অবিলম্বে উদ্যোগ নিয়ে এই সড়ক সংস্কারের কাজ শুরু করে।
এমএসএম / এমএসএম
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা