আত্রাই ব্রিজের দক্ষিণ পার্শ্বে চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ এখন সময়ের দাবি: খবিরুল ইসলাম
নওগাঁর আত্রাইয়ের চারমাথা মোড়ে একটি পরিকল্পিত গোলচত্বর নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে। বৃটিশ শাসনামলের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থান আহসানগঞ্জ রেলস্টেশন সংলগ্ন ব্রিজের দক্ষিণ পার্শ্বে অবস্থিত এই চারমাথা মোড়টি নওগাঁ-নাটোর মহাসড়কের একটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করলেও সড়ক নির্মাণের সময় কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দের অবহেলার কারণে এখানে কোনো গোলচত্বর নির্মাণ করা হয়নি। এই অবকাঠামোগত ত্রুটির কারণে প্রায় নওগাঁ-নাটোর মহাসড়কের দ্রুতগামী যানবাহনের সাথে স্থানীয় যানবাহন ও সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনা ঘটছে।
নিয়মিত এমন সংঘর্ষে জড়িয়ে পড়ছে যানবাহন আর প্রতিনিয়তই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এর ফলে ইতিমধ্যেই বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। এই অবস্থা আত্রাইবাসীর দৈনন্দিন জীবনকে এক ভয়াবহ দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নওগাঁ-০৬(আত্রাই- রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য বুধবার (১ অক্টোবর) মো. খবিরুল ইসলাম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি জোরালো বক্তব্য লিখে পোস্ট দিয়ে তিনি বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের প্রধান দায়িত্ব।
এই দায়িত্ববোধ থেকে তিনি দৃঢ় প্রতিশ্রুতি দেন যে, আত্রাই চারমাথা মোড়ে একটি আধুনিক ও পরিকল্পিত গোলচত্বর নির্মাণে তিনি তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তিনি আরও যোগ করেন যে, এ সংক্রান্ত সকল দপ্তর ও কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
খবিরুল ইসলাম তার বক্তব্যে স্থানীয় মানুষের দীর্ঘদিনের লালিত প্রাণের দাবিকে বাস্তবে রূপ দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আশ্বাস দেন। তিনি আরও উল্লেখ করেন যে, আত্রাই-রানীনগর বাসীর জীবন-সম্পদের নিরাপত্তা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি এই লক্ষ্য অর্জনে সকলের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এমএসএম / এমএসএম
মাওঃ আব্দুল জব্বার নুরী ফরাজীর ইন্তেকাল
ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ
নাকুগাঁও বন্দরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
কোটি টাকায় নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের ভবন তালাবদ্ধ, টিনশেড ঘরে ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা
সন্তানের পিতৃপরিচয় ন্যায্য অধিকার আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন
বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিংগাইরে পরিত্যক্ত পুলিশ ক্যাম্প উদ্ভোধন
মেয়ে হত্যার বিচার না দেখে মরেও শান্তি পাব না ফেলানির বাবা
মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ