আত্রাইয়ে বিএনপি'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বুধবার (১ অক্টোবর) সন্ধায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। উপজেলা বিএনপি'র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজুর নির্দেশে বুধবার সন্ধ্যায় এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শন দলের নেতৃত্বে ছিলেন আত্রাই উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ও ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র উপদেষ্টা মণ্ডলীর সভাপতি রেজাউন নবী তালুকদার, উপজেলা বিএনপি'র প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম-সাধারন সম্পাদক মো.ময়েনুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বাদল, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন প্রমুখ। তারা আত্রাইয়ের বান্দাইখাড়া সার্বজনিন পূজা মণ্ডপ, হাটকালুপাড়া পূজা মণ্ডপ, বড় শিমলা পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকরাম হোসেন সরদার বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ ও সহাবস্থান এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করে তোলে। আমাদের বিএনপির এই উদ্যোগ সম্প্রীতির এই অটুট বন্ধনকে আরও মজবুত করবে।
উপজেলা বিএনপি'র প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, আমাদের দল বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অটল অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে ধারণ করেই আমরা
সকল ধর্মের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি এবং তাদের সকল ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শরিক হই। আমাদের এই কার্যক্রম এই অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে বিজয় দশমীর শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জনের আয়োজন

নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ

ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

আত্রাইয়ে বিএনপি'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর

কোনাবাড়ীতে ২ মাদককারবারী গ্রেফতার

তালায় ক্যান্সারযোদ্ধা মেধাবী কলেজ ছাত্র মেহেদী হাসান বাঁচতে চাই

চার দিন পর পুনরায় চালু হলো সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি

মোহনগঞ্জে দুর্গাপূজায় বখাটেদের হামলায় আহত ৮

চৌগাছার ভারত সীমান্ত কুলিয়া বাওড় থেকে কঙ্কাল উদ্ধার

বিজয়া দশমীতে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের তিলক প্রদান

গহীন পাহাড় থেকে ২১ জনকে উদ্ধার
