ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশ
![](/storage/2021/September/CSpSot4CBY7L2D3VSv7soi6tPkbOiXYqwhxxFknn.jpg)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পুরস্কার ও 'ক্রাউন জুয়েল' অর্জন ও সম্মানে ভূষিত করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পায়রা চত্বরে স্লোগানে, মিছিলে জনসমুদ্রে রূপ নেয় সমাবেশটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার।
সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ শঞ্জু, সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হাকিম, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সরকারি কৌঁসুলি জিপি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ জজকোর্টের পিপি অ্যাড. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলম রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আনিসুর রহমান খোকা, হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল হক বাকি ও অ্যাড. সালমা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরফানুল হক তারেক প্রমুখ।
সমাবেশে সদর উপজেলার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যানদের নেতৃত্বে মিছিল, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা শ্রমিক লীগসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
আনন্দ মিছিলের পর পায়রা চত্বরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিণত হয়েছেন আওয়ামী লীগের একমাত্র অভিভাবক, ১৮ কোটি মানুষের প্রাণের আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের পথে স্বাধীনতাবিরোধী শক্তি কোনো বাধা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ।
মেয়র সাইদুর করিম মিন্টু বলেন, এটি আমাদের দেশের জন্য, দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
প্রধান অতিথি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজের মমতা দিয়ে এ দেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্ব নেতারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। দেশরত্নের নেতৃত্ব থেকে অনেক কিছু শেখার আছে। দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করেছে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক। এটি আমাদের ঝিনাইদহবাসীর জন্য গর্বের বিষয়। আমরা ঝিনাইদহবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
প্রসঙ্গত, গত সোমবার জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন নিয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর সময় বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমে তার নেতৃত্বের প্রশংসা করে তাকে ‘ক্রাউন জুয়েল’ হিসেবে আখ্যায়িত করে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস ও ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক।
এমএসএম / জামান
![](/storage/2025/February/rOBnZDqLZvlrMBpjLYmkxzCx4JTS5ZBLaUqphUw9.jpg)
বাবার শেষ চিহ্ন টুকু ফিরিয়ে দেয়ার আকুঁতি আজীম অননের
![](/storage/2025/February/mtinsDiENoroMzS4uj93FA0BVyMIBIh7jr67Qvpn.jpg)
ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে মিলল ২লাখ২০হাজার ইয়াবা
![](/storage/2025/February/HcCUCJZE1Carcb6iAhfUQiBsmB1o7K92MCNSBYoT.jpg)
চট্টগ্রামে কেজিডিসিএল'র তিন শতাধিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
![](/storage/2025/February/5yV8x4wxIHQYjyvXUcufUNIu58AAzzfn6reqMElX.jpg)
তিলকপুরের সেই মাঠেই ফুটবল খেললো নারীরা
![](/storage/2025/February/KjOTwbDRlucv8EYSKoYGpgFC6eAHRR8OejTYBIoU.jpg)
মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
![](/storage/2025/February/bhBkr62KMvrMdQrb74uCjE06tCEOIkeykywMa44u.jpg)
২৪ গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে হবে : মুহাম্মদ শাহজাহান
![](/storage/2025/February/b3qQ72hejkMjmx79E9g6SzoUe6LnWWFcXjNFSJ1L.jpg)
মোবাইল কোর্টের অভিযান
![](/storage/2025/February/A4OZ1xIqmFNHPFJ1o4CjxfsDQH2qqxuWpMRu2J2l.jpg)
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা
![](/storage/2025/February/byOGmsOVjIexyirk1rkkIZypICcjLbXHAj3cMBQw.jpg)
রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন
![](/storage/2025/February/z1a12AuBEzHEySV20dpfJ85Dzan6zrJADu7LDtvO.jpg)
গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
![](/storage/2025/February/WLBAaVa6mmwYCLNKXFQMTnRHktBfaCp26e7GyLH2.jpg)
দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন
![](/storage/2025/February/fJgji2IuMAXmxEMFuIFVRrJ7OxcMr0E6sfPk1mBe.jpg)
বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
![](/storage/2025/February/SrYKB6PzFsSxJu7EMVrzwBM6bvxMsmEyuVA6ZDlQ.jpg)