ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশ


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪-৯-২০২১ দুপুর ১০:৪৪

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি অগ্রগতি পুরস্কার ও 'ক্রাউন জুয়েল' অর্জন ও সম্মানে ভূষিত করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পায়রা চত্বরে স্লোগানে, মিছিলে জনসমুদ্রে রূপ নেয় সমাবেশটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার।

সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ শঞ্জু, সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হাকিম, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সরকারি কৌ‍ঁসুলি জিপি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ জজকোর্টের পিপি অ্যাড. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলম রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আনিসুর রহমান খোকা, হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল হক বাকি ও অ্যাড. সালমা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরফানুল হক তারেক প্রমুখ। 

সমাবেশে সদর উপজেলার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যানদের নেতৃত্বে মিছিল, জেলা ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা শ্রমিক লীগসহ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

আনন্দ মিছিলের পর পায়রা চত্বরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিণত হয়েছেন আওয়ামী লীগের একমাত্র অভিভাবক, ১৮ কোটি মানুষের প্রাণের আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের পথে স্বাধীনতাবিরোধী শক্তি কোনো বাধা সৃষ্টি করলে তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। 

মেয়র সাইদুর করিম মিন্টু বলেন, এটি আমাদের দেশের জন্য, দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয়। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রধান অতিথি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজের মমতা দিয়ে এ দেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্ব নেতার‍া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। দেশরত্নের নেতৃত্ব থেকে অনেক কিছু শেখার আছে। দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করেছে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক। এটি আমাদের ঝিনাইদহবাসীর জন্য গর্বের বিষয়। আমরা ঝিনাইদহবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।

প্রসঙ্গত, গত সোমবার জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন নিয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর সময় বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমে তার নেতৃত্বের প্রশংসা করে তাকে ‘ক্রাউন জুয়েল’ হিসেবে আখ্যায়িত করে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস ও ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। 

এমএসএম / জামান

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে