আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে বড় শিমলা ফুটবল মাঠে বড়শিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বৈকাল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়। বড় শিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল জলিল মন্ডলের সভাপতিত্বে মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যা মানুষের কল্যাণের জন্য কাজ করতে শেখায়। আমাদের মূল লক্ষ্য হলো মানুষের প্রতি দায়িত্ব পালন করা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে অবদান রাখা।
তিনি বলেন, আমরা চাই দল-মত নির্বিশেষে সকলে মিলেমিশে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে একযোগে কাজ করি। জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতির উদ্দেশ্য। মানুষের জন্য কল্যাণমূলক কাজ করতে হলে জনগণের সমর্থন ও সহযোগিতা অপরিহার্য। আমরা আমাদের এই জনপদকে একটি সুন্দর ও সমৃদ্ধ জনপদে পরিণত করতে সকলের দোয়া ও সাহায্য চাই।
তিনি আরও বলেন, আসুন, আমরা সকলে মিলেমিশে সমাজের ভালো কাজগুলোতে অংশগ্রহণ করি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে। আমরা যেন সবসময় একে অপরের প্রতি সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব পোষণ করি। সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও প্রগতির পথে এগিয়ে চলাই আমাদের প্রত্যয়।
এছাড়া বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. ওসমান গণি, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মো. হাছান আলী, নায়েবে আমীর মোঃ শওকত হোসেন, চকশিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম প্রমুখ। সভায় ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতাকর্মী ও সমর্থকবৃন্দ বিপুল পরিমাণ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
ধামরাইয়ে রাধা গোবিন্দ মন্দিরের রাস্তায় বাঁশের বেড়া, চলাচলে বিঘ্ন
শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
মাদারীপুরে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ
৫০ ব্যাটালিয়ন বিজিবি'র বছরব্যাপী তৎপরতা: আটক ৬৭ কোটি টাকার চোরাচালান, আসামি ৫৫৬ জন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক: আমাদের সচেতনতাই পারে রোধ করতে বাল্যবিবাহ
পটুয়াখালীর ৭০'-এর ভয়াল ঘূর্ণিঝড়ের ৫৫ বছর আজ, উপকূলের মানুষ আজও বয়ে বেড়াচ্ছে সেই দুঃসহ স্মৃতি
কুড়িগ্রাম ৩ আসনে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের প্রচারণা
পি আর বাস্তবায়ন না হলে জনগনের অধিকার ফিরে আসবে না মহম্মদপুরের জনসভায় এম বি বাকের।
মাধবপুরে রাতভর অবৈধ বালু পাচারবিরোধী অভিযান
ধামইরহাটে শিক্ষার্থীদের নিয়ে পানি ও বর্জ্য ব্যস্থাপনা বিষয়ে সচেতনতামুলক স্কুল ক্যাম্পেইন
বিএনপির নেতা ফরহাদ আর নেই
কুড়িগ্রাম -১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুল ইসলাম কিরণ