জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিদের ন্যায্য অধিকার আদায়ের কাজ করা হবে : এমবি বাকের
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সাবেক আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার উপদেষ্টা এমবি বাকের বলেছন, শ্রমিকরা আল্লাহর বন্ধু, তাদের যথার্থ সম্মান দিতে হবে। বিশ্বনবী যেহেতু শ্রমিকদের সম্মান দিয়েছেন, তাই আমরাও শ্রমিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে চাই। জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের কাজ করা হবে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শালিখা উপজেলা কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোরআনের উদ্ধৃতি দিয়ে এমবি বাকের বলেন, হে পৃথিবী শুনে রাখো তোমরা যদি আল্লাহর আইন বাস্তবায়ন করো, তোমাদের জীবনে দুইটি জিনিসের অভাব হবে না। ক্ষুদা দারিদ্র্যমুক্ত জীবন আর জান মালের নিরাপত্তা নিশ্চিত।
এমবি বাকের আরো বলেন, শ্রমজীবী খেটে খাওয়া বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য, দেশের মানুষের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার স্থায়ী সমাধানের জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা কে আমরা এই আসনে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাল্লাহ।
শালিখা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজালাল মৃধার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মশিউর রহমান, মাগুরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুবুর রহমান, মাগুরা পৌর আমির আশরাফুল আলম, শালিখা উপজেলা জামায়াতের আমির আফসার আলী, সেক্রেটারি শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলন শালিখা উপজেলা শাখার সভাপতি ওসমান গনি সাইফী, জেলা জামায়াতের সাবেক আমির কবির হোসাইন, জেলা ছাত্রশিবির সভাপতি আমিন উদ্দিন প্রমূখ।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি সমাবেশ স্থল থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবারের মার্কা, দাঁড়িপালা মার্কাসহ নানা স্লোগান দিতে থাকে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদাল ব্যবসায়ীকে ১৫দিনের জেল
নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে সেনাবাহিনীর নিরাপত্তা তৎপরতা জোরদার
শীতে কাঁপছে মাধবপুর
কাপ্তাইয়ে পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা
জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল
মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান
নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি