ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

গাজীপুর-২ আসন

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৫:৫১

মনোনয়ন কে পাবেন তা এখনো চুড়ান্ত হয়নি। দল থেকেও কাউকে দেয়া হয়নি সবুজ সংকেত। তবুও নির্বাচনি মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন গাজীপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির হাফ ডজনের বেশী প্রার্থী। জেলার ৬টি আসনের মধ্যে গাজীপুর-২ (সদর) আসনকে ধরা হয় ভিআইপি আসন হিসেবে। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সর্বত্র চলছে একই আলোচনা।
মহানগরীর জনবহুল ২৫টি ওয়ার্ড ও সদর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
এলাকা ঘুরে এবং নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম-সম্পাদক হান্নান মিয়া হান্নু, সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন শাহীন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবারও গাজীপুর আদালতপাড়া এলাকায় ব্যাপক জনসংযোগ করেন এবং রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন শওকত হোসেন সরকার। এর আগের দিন বুধবার জয়দেবপুর বাজারে অনুরূপ কর্মসূচি পালন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। তবে এই আসনে প্রচার-প্রচারণা ও আলোচনায় এগিয়ে রয়েছেন শওকত হোসেন সরকার ও এম. মঞ্জুরুল করিম রনি।
এ আসনটিতে বহু আগে থেকে প্রার্থী চুড়ান্ত হয়ে আছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর হোসেন আলী। তিনিও প্রচারণায় মাঠে আছেন।
দলীয় নেতাকর্মীরা বলেন, বিগত আন্দোলন সংগ্রামে শওকত হোসেন সরকার রাজপথে সক্রিয় ছিলেন। ১৭ বছর যার রক্ত ঘাম মিশে আছে এ নির্বাচনী এলাকায়। তিনি গ্রেপ্তার হয়ে একাধিকবার জেল খেটেছেন। ক্লিন ইমেজ ও সজ্জন ব্যক্তি হিসেবে দল এবং সাধারণ মানুষের কাছে তিনি সমাদৃত। শওকত সরকার এবং তার দাদা, বাবা, চাচা ও ভাই ইতিপূর্বে একাধিকবার সাবেক কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে অবদান রাখার জন্য তিনি স্বর্ণপদকে ভূষিতও হয়েছিলেন।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার তরুণ-তরুণী, নারী, মুরুব্বী, ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়। ৩১ দফার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন এলাকা জুড়ে। এতে ইতিমধ্যে এই নির্বাচনি এলাকায় জনগণের সাথে শওকত হোসেন সরকারের একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। 
মাঠ গোছানোয় পিছিয়ে নেই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিও। রনি সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনে প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে। তিনি ছিলেন গাজীপুরের অত্যন্ত জনপ্রিয় নেতা। বাবার জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছেন তিনি। লিফলেট, পথসভা, ক্রীড়া কার্যক্রম ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছেন। 
নেতাকর্মীদের সমর্থন পেতে প্রচারনা চালাচ্ছেন ড. মাজহারুল আলমও। তিনি পেশাজীবি সংগঠন ড্যাব ও জিয়া পরিষদের গাজীপুর জেলার সাবেক সভাপতি ছিলেন। উদার ও পরিচ্ছন্ন নেতা হিসেবে দলীয় পরিচিত রয়েছে তার।
বিএনপির স্থানীয় নেতারা জানান, গাজীপুর-২ আসনটির সঙ্গে আগে কাশিমপুর ও বাসন থানা যুক্ত ছিল না। এখন এ দুটি থানা গাজীপুর-২ আসনের সঙ্গে যুক্ত হওয়ায় ভোটের হিসেবে নিকেশ পাল্টে গেছে। এ আসনে জয়-পরাজয়ে প্রধান ফ্যাক্টর হবে এ দুই থানার ভোটার। কারণ এ দুই থানার ভোট মোট ভোটের প্রায় অর্ধেক।

Aminur / Aminur

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ