গাজীপুর-২ আসন
কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন

মনোনয়ন কে পাবেন তা এখনো চুড়ান্ত হয়নি। দল থেকেও কাউকে দেয়া হয়নি সবুজ সংকেত। তবুও নির্বাচনি মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন গাজীপুর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির হাফ ডজনের বেশী প্রার্থী। জেলার ৬টি আসনের মধ্যে গাজীপুর-২ (সদর) আসনকে ধরা হয় ভিআইপি আসন হিসেবে। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সর্বত্র চলছে একই আলোচনা।
মহানগরীর জনবহুল ২৫টি ওয়ার্ড ও সদর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
এলাকা ঘুরে এবং নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম-সম্পাদক হান্নান মিয়া হান্নু, সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের মহানগর কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন শাহীন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবারও গাজীপুর আদালতপাড়া এলাকায় ব্যাপক জনসংযোগ করেন এবং রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন শওকত হোসেন সরকার। এর আগের দিন বুধবার জয়দেবপুর বাজারে অনুরূপ কর্মসূচি পালন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। তবে এই আসনে প্রচার-প্রচারণা ও আলোচনায় এগিয়ে রয়েছেন শওকত হোসেন সরকার ও এম. মঞ্জুরুল করিম রনি।
এ আসনটিতে বহু আগে থেকে প্রার্থী চুড়ান্ত হয়ে আছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর হোসেন আলী। তিনিও প্রচারণায় মাঠে আছেন।
দলীয় নেতাকর্মীরা বলেন, বিগত আন্দোলন সংগ্রামে শওকত হোসেন সরকার রাজপথে সক্রিয় ছিলেন। ১৭ বছর যার রক্ত ঘাম মিশে আছে এ নির্বাচনী এলাকায়। তিনি গ্রেপ্তার হয়ে একাধিকবার জেল খেটেছেন। ক্লিন ইমেজ ও সজ্জন ব্যক্তি হিসেবে দল এবং সাধারণ মানুষের কাছে তিনি সমাদৃত। শওকত সরকার এবং তার দাদা, বাবা, চাচা ও ভাই ইতিপূর্বে একাধিকবার সাবেক কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে অবদান রাখার জন্য তিনি স্বর্ণপদকে ভূষিতও হয়েছিলেন।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার তরুণ-তরুণী, নারী, মুরুব্বী, ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়। ৩১ দফার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে দিনরাত ছুটে বেড়াচ্ছেন এলাকা জুড়ে। এতে ইতিমধ্যে এই নির্বাচনি এলাকায় জনগণের সাথে শওকত হোসেন সরকারের একটি সুসম্পর্ক গড়ে উঠেছে।
মাঠ গোছানোয় পিছিয়ে নেই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিও। রনি সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনে প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে। তিনি ছিলেন গাজীপুরের অত্যন্ত জনপ্রিয় নেতা। বাবার জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছেন তিনি। লিফলেট, পথসভা, ক্রীড়া কার্যক্রম ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছেন।
নেতাকর্মীদের সমর্থন পেতে প্রচারনা চালাচ্ছেন ড. মাজহারুল আলমও। তিনি পেশাজীবি সংগঠন ড্যাব ও জিয়া পরিষদের গাজীপুর জেলার সাবেক সভাপতি ছিলেন। উদার ও পরিচ্ছন্ন নেতা হিসেবে দলীয় পরিচিত রয়েছে তার।
বিএনপির স্থানীয় নেতারা জানান, গাজীপুর-২ আসনটির সঙ্গে আগে কাশিমপুর ও বাসন থানা যুক্ত ছিল না। এখন এ দুটি থানা গাজীপুর-২ আসনের সঙ্গে যুক্ত হওয়ায় ভোটের হিসেবে নিকেশ পাল্টে গেছে। এ আসনে জয়-পরাজয়ে প্রধান ফ্যাক্টর হবে এ দুই থানার ভোটার। কারণ এ দুই থানার ভোট মোট ভোটের প্রায় অর্ধেক।
Aminur / Aminur

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
