ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সন্দ্বীপে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় স্কুল পর্যায়ে সচেতনতা কর্মসূচি


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৪-১০-২০২৫ দুপুর ৩:৩৬

চট্টগ্রামের উপকূলীয় উপজেলা সন্দ্বীপের কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতনে “জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সক্ষমতা অর্জন” শীর্ষক এক সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর ২০২৫, সোমবার সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি স্কুল ও কলেজ পর্যায়ে সচেতনতা কার্যক্রমের অংশ।  যার মূল প্রতিপাদ্য ছিল— “Empowering Coastal Communities Addressing Climate Change & Gender Inequality”। সভা্য সভাপতিত্ব করেন উক্ত  বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হায়দার। সেশন পরিচালনা করেন সিসিআর প্রজেক্ট এর কমিউনিটি মোবিলাইজার ও সাংবাদিক  বাদল রায় স্বাধীন। 

অনুষ্ঠানটি আয়োজন করে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই)  ও কোস্ট ফাউন্ডেশন এর পার্টনারশিপে পরিচালিত ক্লাইমেট চেঞ্জ এন্ড রেজিলিয়েন্স প্রজেক্ট। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক বেলায়েত হোসেন,ফেরদৌসি বেগম,শিপ্রা রানী দাস,সোহানুর রহমান,আব্দুল মান্নান,সহকারী শিক্ষক আল মামুন,আবুল কালাম,পরেশ চন্দ্র, শেখ ফরিদ প্রমুখ।

বক্তারা বলেন, সন্দ্বীপ একটি উপকূলীয় এলাকা হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এখানে সরাসরি অনুভূত হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের কারণে অনেক মানুষ বসতভিটা হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন। কর্মসংস্থানের অভাবে পুরুষরা জীবিকার তাগিদে বাইরে চলে যাওয়ায় নারীরা ঘর ও সমাজে নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়ছেন। নারী ও কিশোরীরা অনেক ক্ষেত্রে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন, যা লিঙ্গভিত্তিক নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।

এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় করণীয় দিকগুলো নিয়েও আলোচনা করেন। তারা বলেন—জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় গাছ লাগানো ও সবুজ বেষ্টনী তৈরি করতে হবে।ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় নিরাপদ আশ্রয়কেন্দ্র ব্যবহারে সচেতন হতে হবে।নারী ও কিশোরীদের দুর্যোগকালীন প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রমে প্রশিক্ষণ দিতে হবে।টেকসই জীবিকা ও পানি ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে।পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কেবল সরকার নয়, শিক্ষার্থী, পরিবার ও সমাজ—সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সচেতনতা ও প্রস্তুতিই পারে জলবায়ু ঝুঁকি কমাতে।”

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সমাজের প্রতিনিধি এবং অভিভাবকেরা উপস্থিত থেকে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন এবং বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Aminur / Aminur

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা