নালিতাবাড়ীতে চলাচলের রাস্তায় টিনের বেড়া: বিপাকে ৩০ পরিবার
খরস্রোতা ভোগাই নদীর পশ্চিম পাড় দিয়ে বয়ে গেছে কাঁচা রাস্তা, রাস্তার পাশে বসতবাড়ি। রাস্তাটি পেরিয়ে মানুষজনকে যেতে হয় স্থানীয় হাট, স্কুল-কলেজ-মাদরাসা, পৌরসভাসহ নানা যায়গায়। কিন্তু ওই রাস্তার মাঝখানে টিনের বেড়া তুলে দেওয়ায় মানুষজনের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এতে গত ৫ দিন ধরে চলাচলে ভোগান্তিতে পড়েছে ৩০টি পরিবারের দুইশতাধিক মানুষ।
ঘটনাটি শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার গোবিন্দনগর ছয়আনী পাড়া এলাকার। রাস্তাটি দিয়ে গোবিন্দনগর সরকারবাড়ি বাজার হয়ে নালিতাবাড়ী পৌরশহরে যাওয়া যায়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ী পৌরসভার ছয়আনী পাড়া গ্রামের লোকজন ভোগাই নদীর পাড়ের ঐ কাঁচা রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে রাস্তার পাশের বাসিন্দা আব্দুল মতিন ও জুয়েল রাস্তাটিকে নিজেদের ব্যক্তি মালিকানাধীন দাবী করে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন। ফলে ছেলেমেয়েরা স্কুল-কলেজ-মাদরাসায় যেতে পারছেনা। কৃষকের উৎপাদিত কৃষি পণ্য (আখ, কলা, সবজি) বিক্রি করতে পারছেনা।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, এলাকাবাসীর চলাচলের রাস্তার মাঝখানে টিনের দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করার জন্য খুটিও পুতা হয়েছে। এলাকার ছোট্ট শিক্ষার্থীরা স্থানীয় গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মতিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসায় যেতে পারছেনা। রাস্তায় বাঁধা পেয়ে ফিরে আসছে। স্থানীয় লোকজন অলিগলি দিয়ে ঘুরে বড় সড়কে উঠছেন।
গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আক্তার বলেন, ‘একসপ্তাহ ধরে রাস্তা বন্ধ করে ফেলেছে। তাই আমরা স্কুলে যেতে পারিনা। আমরা স্কুলে যেতে চাই। রাস্তাটি তারাতারি খুলে দেওয়া হোক’।
গোবিন্দনগর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার পরিচালক ও মুহতামিম হাফিজুল ইসলাম বলেন, ‘আমার মাদ্রাসার দেড়শো ছাত্র রাস্তায় টিনের বেড়া দিয়ে বেরিকেড দেওয়ার জন্য প্রতিষ্ঠানে যেতে পারছেনা। এতে করে পাঠদান করতে পারছিনা। এমনকি রাস্তায় বেরিকেড দেওয়া মতিন ও জুয়েল রাস্তা দিয়ে না যাওয়ার জন্য আমাদের হুমকিও দিচ্ছে’।
টিনের বেড়ার উত্তর দিকে এক–দুজন করে ভুক্তভোগী লোকজনের ভিড়। তাঁদের একজন ইউসুফ আলী রাস্তাটি দেখিয়ে দিয়ে বললেন, আমাদের এই গ্রামের ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়েই আমরা পৌরশহরে যাতায়াত করি। এখন রাস্তার ওপর দেয়াল দেওয়ায় তাঁদের চলাফেরা বন্ধ হয়ে গেল। অন্য মানুষের বাড়ি ও বাগানের ভেতর দিয়ে চলফেরা করতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে ব্যবহৃত মানুষের চলাচলের রাস্তায় এ রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করা যায় কি না, এ প্রশ্নের জবাবে অভিযুক্ত জুয়েল মিয়া বলেন, ‘রাস্তার জায়গাটা তো আমাদের ব্যক্তিমালিকানাধীন, জোর করে এখান দিয়ে রাস্তা করা হয়েছিলো। এখন আদালতের রায় নিয়ে দেয়াল তুলেছি। এতে আমরা কোনো অন্যায় করিনি।’
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, ‘মানুষজন যে রাস্তা দিয়ে চলাচল করেন কেউ তা বন্ধ করতে পারবে না। রাস্তা বন্ধের বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ নেই।
Aminur / Aminur
দিনাজপুরে কেজিতে ১০-২৫ টাকা বেড়েছে নতুন আলুর দাম
হাটহাজারীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো হাইচ চালকের
লাকসামে লীট হেলথ কেয়ার হসপিটাল প্রাঃ লিঃ এর উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক সকালের সময়ের ১ দশকে পদার্পণ উপলক্ষ্যে হিলিতে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত
রাজস্থলী কুদুমছড়া বৌদ্ধ বিহারে পাঁচ দিনব্যাপী বিদর্শন ভাবনা নানা আয়োজনের সম্পন্ন
মোহনগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ও গোচারণভূমি দখলের অভিযোগ
দিগন্ত জুড়ে হলুদে রাঙা ক্ষেতলাল, সরিষা ফুলে হাসছে মাঠ
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ভূরুঙ্গামারীতে অসহায় বৃদ্ধের পাশে শ্রী পরিমল চন্দ্র সাহা
সুনামগঞ্জে গৃহবধূ সুমি দাশের আত্মহত্যা এখন হত্যা মামলায় রূপান্তর, স্বামী কারাগারে
একনজরে লক্ষ্মীপুর জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখার ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার