কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে গত-কাল শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 'মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে পরিচালিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রায় সাত শত বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শিল্পপতি মো. মনিরুজ্জামান জানান, তার প্রয়াত পিতা ইয়াকুব আলী ছিলেন ব্রিটিশ আমল থেকে এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি স্থানীয় বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের জীবন মান উন্নয়নে আজীবন পরিশ্রম করেছেন তিনি। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ বছরের শুরুতে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক দৃষ্টিভঙ্গি নিয়ে শুধু মানুষের সেবা ও এলাকার উন্নয়নের জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। তাই প্রত্যন্ত এলাকার মানুষদের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য রাজধানীর থেকে মেডিসিন, গাইনি, অর্থপেডিক্স, চর্ম ও পেডিয়াট্রিক্স সহ বিভিন্ন
বিষয়ে ,বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এসেছেন। চিকিৎকদের কাছে এলাকার শত শত মানুষকে আসতে দেখে খুবই ভালো লাগছে। নিঃস্বার্থভাবে মানুষের জন্য কিছু করতে পারার মাঝে যে অপরিসীম অপরিসীম আনন্দ পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। গত- দুই মাস আগে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় তিন শতাধিক মানুষের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সারা বছরই এই ফাউন্ডেশনের মাধ্যমে পুরো কাপাসিয়া বাসীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফাউন্ডেশনের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষক মো. আনোয়ার সাদেকের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। অন্যদের মাঝে বক্তব্য দেন পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোবারক হোসাইন, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম নিজামী, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুলসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান
