ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আত্রাইয়ে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২০-১০-২০২৫ দুপুর ৪:৩৫

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন  এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে অ্যানথ্রাক্স (তড়কা) রোগ প্রতিরোধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর)  দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু আনাছ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, অ্যানথ্রাক্স একটি মারাত্মক সংক্রামক রোগ যা গরু-ছাগলসহ অন্যান্য প্রাণীকে দ্রুত আক্রান্ত করে এবং এটি পশু থেকে মানুষেও ছড়াতে পারে। এ রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। আক্রান্ত পশুর মাংস বা দুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং কোনোভাবেই আক্রান্ত পশু জবাই করা যাবে না। উপজেলা প্রশাসন সব সময় আপনার পাশে আছে। এই রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ দপ্তরের নির্দেশনা মেনে চলুন এবং দ্রুত টিকা প্রদানের ব্যবস্থা করতে হবে। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু আনাছ তার সমাপনী বক্তব্যে অ্যানথ্রাক্স রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনায় বলেন, অ্যানথ্রাক্স রোগটি সাধারণত তীব্র বা অতি তীব্র আকারে দেখা যায় তাই দ্রুত এর লক্ষণগুলো চিনে নেওয়া জরুরি। আক্রান্ত পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং দ্রুত মারা যায়। অনেক সময় রোগের কোনো প্রাথমিক লক্ষণ প্রকাশ হওয়ার আগেই পশু মারা যেতে পারে। পশুর শরীরের তাপমাত্রা হঠাৎ খুব বেড়ে যায়, শরীরে কাঁপুনি দেখা দিতে পারে। স্বাভাবিক ছিদ্রপথ যেমন মুখ, নাক, কান, পায়ু এবং যোনিপথ দিয়ে আলকাতরার মতো কালচে রক্তক্ষরণ হতে পারে। পেট ফুলে যাওয়া এবং দুগ্ধদানকারী পশুর দুধ উৎপাদন হঠাৎ কমে যাওয়া অন্যতম লক্ষণ। যদি কোনো পশুর এমন লক্ষণ দেখা যায় তবে দ্রুত নিকটস্থ প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করা উচিত। 

তিনি রোগ প্রতিরোধ সম্পর্কে আরও বলেন, এই রোগ প্রতিরোধের মূল উপায় হলো সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া। অ্যানথ্রাক্স একটি টিকা-প্রতিরোধযোগ্য রোগ। ঝুঁকিপূর্ণ বা বন্যা-প্রবণ অঞ্চলে প্রতি বছর নিয়মিতভাবে গবাদি পশুকে অ্যানথ্রাক্স টিকা দিতে হবে। রোগ দেখা দিলে দ্রুত আক্রান্ত এলাকায় টিকাদান কর্মসূচি শুরু করতে হবে। খামার ও পশুর শেড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মৃত পশুকে কখনোই খোলা জায়গায় ফেলে দেওয়া যাবে না বা জবাই করা যাবে না। 

এছাড়াও তিনি বলেন, যদি কোনো পশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যায় তবে মৃতদেহটিকে গভীর গর্তে চুন দিয়ে পুঁতে ফেলতে হবে অথবা বিশেষজ্ঞের পরামর্শে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস বা দুধ খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। চামড়া ছাড়ানো বা মৃতদেহ স্পর্শ করা যাবে না। যারা আক্রান্ত পশুর সংস্পর্শে আসবেন তাদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি গ্রামে এই সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে হবে। সময়মতো টিকাদানই এই রোগ থেকে মুক্তি পাওয়ার প্রধান পথ। 

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, সিনিয়র উপজেলা  মৎস্য অফিসার মোঃ মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রাং, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,  উপজেলা প্রতিবন্ধী বিষয়ক পি.এম কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন, আফজাল হোসেন, মঞ্জরুল আলম, মামনুর রশিদ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, এমরান মাহমুদ প্রত্যয় প্রমুখ।

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগের আস্থাভাজন এখন বিএনপি সভাপতি প্রার্থী

আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবনকারীকে জেল ও জরিমানা ভ্রাম্যমান আদালতের

বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরোতী

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সদরপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা