আত্রাইয়ে ঐতিহ্যবাহী কালীপূজা উপলক্ষে মেলায় মনোজ্ঞ জাদু পরিবেশনায় মুগ্ধ ভক্ত দর্শনার্থীরা

নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে অবস্থিত বান্দাইখাড়া সর্বজনীন কালীমাতা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে। এটি জেলার মধ্যে অন্যতম এবং সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ কালীপূজা হিসেবে সুপরিচিত। পূজা ও মেলাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন আনন্দের বন্যা বইছে।
জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৫ টায় হিন্দু সম্প্রদায়ের কালী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এই ঐতিহ্যবাহী কালীমন্দিরে পূজা দেখতে ও মেলায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা বন্দাইখাড়া এলাকা।
জাদু পরিবেশনা নিয়ে বিশেষ আকর্ষণ পূজা উপলক্ষে আয়োজিত বিশাল গ্রামীণ মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে 'দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন' জাদু দল। মেলার দর্শনার্থীদের জন্য মনোরম পরিবেশে ও পারিবারিক আবহে জাদু প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এই মঞ্চে কোনো প্রকার অশ্লীলতা নেই এবং কোনো অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছে না। সব বয়সের মানুষ সপরিবারে উপভোগ করতে পারছেন এই মনোমুগ্ধকর জাদু পরিবেশনা। বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক লোক এই বিশেষ আকর্ষণ দেখতে ছুটে এসেছেন।
বান্দাইখাড়া কালীপূজা মেলা কমিটির সভাপতি শ্রী অরুণ কুমার এ প্রসঙ্গে বলেন, বন্দাইখাড়া কালীপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের অঞ্চলের একটি মিলনক্ষেত্র। প্রতি বছর আমরা চেষ্টা করি ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সকলের জন্য আনন্দদায়ক কিছু আয়োজন করতে। এ বছর ভক্ত ও দর্শনার্থীদের বিপুল সাড়া পাওয়ায় আমরা আনন্দিত।
‘দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু বিনোদন’ জাদু দলের প্রধান প্রোঃ মো. গোকুল হোসেন তাঁর পরিবেশনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বন্দাইখাড়ার ঐতিহ্যবাহী মেলায় জাদু পরিবেশন করতে পেরে আমরা খুশি। আমরা সম্পূর্ণ পারিবারিক ও মনোরম পরিবেশে জাদু দেখাই, যেখানে কোনো অশ্লীলতা নেই। দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের বিপুল সাড়া পেয়ে আমাদের পুরো দল উৎসাহিত।
এদিকে, জাদু পরিচালনা কমিটির সভাপতি মোঃ রায়হান আলী বলেন, আমাদের পরিবেশনা সকলের জন্য উন্মুক্ত। এখানে সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক আবহের দিকে আমরা সর্বোচ্চ নজর রাখি। দর্শকরা যেন পরিবার নিয়ে নিশ্চিন্তে জাদু উপভোগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হয়েছে। আমরা আনন্দিত যে আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে এবং বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছে। এই পূজাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে এক উৎসবের আমেজ, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করেছে। জাদু পরিবেশনাটি আগামীকাল বুধবার শেষ হবে।
এমএসএম / এমএসএম

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের

মান্দায় ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

বিলাইছড়িতে অবৈধ করাতকলে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল

অযত্ন-অবহেলায় পায়রার নদীতে নষ্ট হচ্ছে সওজের-কোটি টাকার সম্পদ
