মৃত শাবকের পাশে সারারাত পাহাড়ায় ছিল মা হাতি

মায়ের সাথে এ পাহাড় ও পাহাড়ে ঘুড়ে বেড়িয়েছে গোলাপি হাতির শাবকটি। মা হাতি তার শাবকটিকে সব সময় আগলে রেখেছে আপদে বিপদে। ছোট্ট এই গোলাপি রঙের হাতির শাবকটি জানতই না যে সামনে গিরিখাত আছে। খেলতে খেলতে এক সময় পাহাড় থেকে পড়ে যায় গভীর হ্রদে। মায়ের আকুতি তখনই শুরু হয় আর্তনাদের। নিজের সেই আদরের শাবকটিকে হ্রদ থেকে তুলে আনতে হাজারবার চেষ্টা করেছে। কিন্তু তুলে আনতে পারেনি। হ্রদের পাড় পিচ্ছিল আর কাঁদা মাটি হওয়ায় বাঁচানোর চেষ্টা বার বার ব্যর্থ হয়। শেষমেষ হ্রদের পানিতে ডুবে গোলাপি রঙের বিরল প্রজাতির হাতির শাবকটি মারা যায়। মৃত শাবকটির পাশে সারারাত পাহাড়ায় ছিল মা হাতি। এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে রাঙ্গামাটির বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায়। গোলাপি শাবকের আনুমানিক বয়স ছয় মাস। চলতি বছরের জুন মাসে দেশের দেখা মিলে দেশের প্রথম ও একমাত্র গোলাপি হাতির শাবকটি।
মঙ্গলবার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে আসার সময় হাতির শাবকের মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গেলেও মৃতদেহের পেছনে সাঁতরে আসা বন্য হাতির একটি পালের কারণে শাবকটি উদ্ধার করা সম্ভব হয়নি।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান জানান, কাপ্তাই হ্রদে বিরল গোলাপি রঙের হাতির শাবকটির মৃতদেহ ভাসছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলেও হাতির শাবক উদ্ধারে আমরা এর কাছে যেতে পারিনি। কারণ, শাবকটির মাসহ বুনো হাতির একটি পাল সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সরিয়ে দিয়ে আমরা হাতিটিকে উদ্ধার করার চেষ্টা করছি।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রফিকুজ্জামান শাহ বুধবার (২২ অক্টোবর) সকালে ঘটনাস্থলে যাওয়ার সময় তার নিজ বাসভবনে বলেন, গতকাল থেকে আমরা বন বিভাগের সবাই বুনো হাতি শাবকটি উদ্ধারের প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হই। তিনি বলেন, কাপ্তাই হ্রদে ডুবে মারা যাওয়া হাতি শাবকটির পাশের টিলাতেই হাতি শাবকটির পাশে মা হাতিসহ একটি হাতির দল দাঁড়িয়েই আছে। সে কারনে হাতি শাবক উদ্ধারে একটু সমস্যা হচ্ছে।
ডিএফও মো. রফিকুজ্জামান শাহ বলেন, সম্ভবত বন্যহাতির শাবকটি খাড়া পাহাড় থেকে নামার সময় পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়। সেখান থেকে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বুধবার আবারও হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা করা হবে। এরপর ময়নাতদন্তের পর হাতি শাবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই বছরেই জুন মাসে কাপ্তাই হ্রদ সাঁতরে পাড় হওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে প্রথমবারের মতো গোলাপি হাতি শাবকটি দেখা যায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়। তখন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটি খুবই অস্বাভাবিক ঘটনা। কখনো কখনো এমন অদ্ভুত রং হয় বিভিন্ন প্রাণীর। এটি মূলত হরমোনজনিত ইস্যু। হাতির জিনগত কোনো অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙে ভিন্নতা আসে। এই শাবকটির ক্ষেত্রেও তা হয়েছে।
#
এমএসএম / এমএসএম

ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক হেনস্তার শিকার

পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

বগুড়ায় বিষপানে স্ত্রীর আত্মহত্যা: স্বামীসহ পরিবারের সবাই পলাতক
