ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২৫ রাত ১০:৩৩

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহি মোহনপুর উচ্চ বিদ্যালয়ের নাম ব্যঙ্গ করে এডহক কমিটির সভাপতির স্ট্যাটাস নিয়ে এলাকায় তোলপার চলছে। এ ঘটনায় যে কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা। 

বুধবার দুপুরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি খোরশেদ আলমের ফেইসবুক স্ট্যাটাস নিয়ে এলাকায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হলে তিনি দ্রুত ওই স্ট্যাটাস ডিলেট করেন। 

জানা যায়, বুধবার সকালে দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহি মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি খোরশেদ আলমের ফেইসবুকে বিদ্যালয়কে ব্যঙ্গ করে একটি স্ট্যাটাস ভাইরাল হলে তা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। সভাপতি তার স্ট্যাটাসে লিখেন “বাটপারপুর হাই স্কুলে জ্ঞান নয়, এখন চলে চুলকানি সেশন। একসময় যেখানে বইয়ের গন্ধে ক্লাসরুম ভরে থাকত, সেখানে এখন বাতাসে ভেসে বেড়ায় “চক্রান্তের সুবাস। এই স্কুলের তিন তারকা মিঃ পণির বিখাউজ, মিঃ চুলকানি একজিমা, আর মিঃ প্যারালাইসিস গলা ভাঙ্গা চ্যাগান আলী-তিনজনই যেন নাটকের প্রধান চরিত্র”। সভাপতির ফেইসবুকে প্রায় ৪২ লাইনের এই স্ট্যাটাস নিয়ে সামাজাকি যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এলাকার মানুষ ক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। 

আল আমিন নামের সাবেক এক শিক্ষার্থী লিখেন, আমার প্রিয় গ্রাম ও প্রানের বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী মোহনপুর উচ্চবিদ্যালয় নিয়ে যে ভাবে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করে স্কুলের বর্তমান এডহক কমিটির সভাপতি খোরশেদ আলম যা আমাদের ব্যথিত করেছে। আমি গ্রামের সন্তান হিসেবে তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাকে গ্রামবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

সাবেক শিক্ষার্থী জহিরুল ইসলাম কমেন্টে লিখেন, এই স্কুলের সভাপতি হয়ে মনের স্বাদ মিটায়, আবার এই স্কুল ও গ্রামকে ব্যঙ্গ করে। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে বলবে সে মানসিক প্রতিবন্ধী। তাকে ক্ষমা না চাওয়া পর্যন্ত স্কুলে ঢুকতে দেওয়া উচিত না।

মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম বলেন, বিদ্যায়য়ের একজন সভাপতি হয়ে বিদ্যালয়কে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়ার ঘটনার নিন্দা জানাই এবং আমরা সভাপতির গ্রামের (তালতলা) কিছু মুরুব্বীদের কাছে এর বিচার চেয়েছি। আমরা তাদের জানিয়েছি এ ঘটনার বিচার না হলে যে কোন মুহুর্তে তা নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।  

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি খোরশেদ আলম বলেন, এটি একটি গল্প মাত্র, গল্পকে কেন্দ্র করে রাগ হওয়া যাবে না। আমি বিভিন্ন সময় বিভিন্ন গল্প লিখি। 

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সভাপতির সাথে ফেইসবুকে আমার এড নাই, তবে একজন আমাকে একটি স্ট্যাটানের স্ক্রিনসট পাঠিয়েছে। আমি বিষয়টি খোজ খবর নিচ্ছি।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা

"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"

পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত

কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক

৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

নোয়াখালীতে গণপিটুনিতে ৬ ডাকাতি মামলার আসামীকে হত্যা, মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন