ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আন্ধারীঝার ইউনিয়নে মোঃ ইউনুছ আলীর গণসংযোগ ও মতবিনিময় সভা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৪-১০-২০২৫ দুপুর ৩:২৭

কুড়িগ্ৰামের ভূরুঙ্গামারীতে আন্ধারীঝার ইউনিয়ন বিএনপির আয়োজনে ৫ নং ওয়ার্ডের দক্ষিণ চর রাড়াইটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫)সন্ধ্যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডঃ মুহাম্মদ ইউনুস আলী, আন্ধারীঝার ইউনিয়ন বিএনপির আয়োজনে ৫ নং ওয়ার্ডে দক্ষিণচর বাড়াইটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির অন্যতম সদস্য, ড্যাব নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী,। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক, কাজী আলাউদ্দিন মন্ডল, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আব্দুল ওয়াদুদ সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সেম্যা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক, সাখাওয়াত হোসেন তৌহিদ, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সালাম, ইসহাক আলী মাস্টার প্রমূখ।

সভায় সভাপত্বি করেন আন্ধারীঝার ইউনিয়নের ৫ নং ওয়াডের  বিএনপি সভাপতি মোঃ আব্দুস সালাম। উক্তমতবিনিময় সভায় আন্ধারীঝার ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরাসহ ,ভূরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার প্রধান অতিথি মোহাম্মদ ইউনুস আলী বলেন, বিএনপি জনগণের দল, বিএনপির প্রতিষ্ঠাতা এবং 
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে জনগণের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, গণমানুষের পক্ষের দল বিএনপি ও অঙ্গ সংগঠন, সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে, বিএনপি পরিচ্ছন্ন রাজনীতি তৈরি করতে হলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সংগঠিত করতে হবে। এ সময় তিনি ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে তিনি অনেক রাত পর্যন্ত ,আন্ধারীঝার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিভিন্ন হাট বাজারের, চায়ের দোকান, পানের দোকান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখাকর্মসূচি নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও  ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।

এমএসএম / এমএসএম

দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : শফিকুল আলম

নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা ও জাল ধ্বংস

হাটহাজারীর অননুমোদিত ঝুঁকিপূর্ণ মার্কেটের উপর তৈরি হচ্ছে বিশাল স্থাপনা

এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ অবস্থান অর্জন করলেন কাপ্তাইয়ের পরমা চৌধুরী

শিবচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে অভিভাবকদের হতাশা

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ

তালাকের তিন মাস পর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টুঙ্গিপাড়ায় নারীর মামলা

শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজারো মানুষের ঢল

তানোরে যুবদল নেতাকে ফাঁসাতে ফাঁদ পেতেছে আওয়ামী লীগ নেতা

চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলার মানুষের বিশাল মানববন্ধন

হাটিকুমরুলে শ্রমিক লীগ নেতা এখন জামায়াত নেতা

চন্দনাইশে পল্লী বিদ্যুৎ নিয়ে তামাশার প্রতিবাতে বিক্ষোভ ও মানববন্ধন