ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দৌলতপুরে শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী যুবদল নেতা জামিল মালিথা গ্রেফতার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১১:৩২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী এবং যুবদল নেতা জাহিদুল ইসলাম জামিল মালিথা (৪০) কে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও হিরোইনসহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানিক দল।

গত শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামিল মালিথা ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর মালিথাপাড়া গ্রামের মৃত জালাল মালিথার বড় ছেলে। তিনি রাজনৈতিকভাবে দৌলতপুর উপজেলা যুবদল নেতা হিসেবে পরিচিত। বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামিল মালিথা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রির মাধ্যমে ব্যবসা পরিচালনা করছিলেন। পদ্মা নদী সংলগ্ন সীমান্ত এলাকাকে কেন্দ্র করে তিনি স্থানীয় ও সীমান্তপারের একটি সিন্ডিকেটের মাধ্যমে এই অবৈধ কার্যক্রম চালাতেন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিজিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে জামিলকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ হিরোইন, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জামিল মালিথা দীর্ঘদিন ধরে ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নসহ পদ্মা নদীসংলগ্ন চরাঞ্চলজুড়ে মাদক ও অস্ত্র ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের আগস্ট মাসে তিনি আবেদের ঘাট এলাকায় টিনের স্থাপনা নির্মাণ করে নিজেকে “ঘাট মালিক” দাবি করেন। সরকারি ইজারাপ্রাপ্ত ঘাটমালিকের কাছ থেকে জবরদখল করে জামিল ও তার সহযোগীরা ঘাট নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে চাঁদাবাজি, জমিদখল, গরু লুট ও সীমান্তপারের মাদক ও অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, জামিল তার সন্ত্রাসী বাহিনী ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের সহায়তায় এককভাবে ঘাটের ইজারা গ্রহণ করে এবং চরাঞ্চল এলাকায় প্রভাব বিস্তার করেন বিজিবির অভিযানে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামিল মালিথাকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।”

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান, জামিলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর: ৪১/২০২৫ ধারা: ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের A/19(f) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনি ৮(গ) ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে।

ওসি আরও বলেন,“দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির পর বিজিবির সহায়তায় জামিলকে গ্রেপ্তার করা হয়েছে। চরাঞ্চলের অস্ত্র, মাদক ও ডাকাতি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

Aminur / Aminur

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল