ঢাকা রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১২:৩৫

শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক খন্দকার মো. আব্দুল হামিদ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী খেলায় শেরপুর জেলা ফুটবল দল ২-১ গোলে মাদারগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলার শুরু থেকেই মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালি আর উৎসাহ। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেরপুরের ফরোয়ার্ডরা গোলের সুযোগ কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেয়। খেলার শেষভাগে গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি মাদারগঞ্জ দল।
টুর্নামেন্টের আয়োজকেরা জানান, নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করছে। শেরপুর জেলা দলের পাশাপাশি নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ ও বগুড়া জেলা ফুটবল দল এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা ফুটবল দল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং জেলার ফুটবলে নতুন উদ্দীপনা যোগ হবে বলে আশা করছে আয়োজক কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ফুটবলের প্রতি জেলার মানুষের অতীতের আবেগ ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ফুটবলের উন্নয়ন সম্ভব হবে বলেও আশা করেন তিনি।

এমএসএম / এমএসএম

ত্রিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা

বাগেরহাটে স্কুল মিল্ক কর্মসূচি উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান

ছাতকে সাংবাদিকের পেশাগত দায়িত্বে বাধা: অনলাইন প্রেসক্লাবের নিন্দা

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়

কোটালীপাড়ায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে ১৭ ব্যক্তির বিএনপিতে যোগদান

‎বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার

ভোমরা শুল্ক স্টেশন কাস্টম অফিসের পরিচ্ছন্ন কর্মী বদরুলের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযান: বাঁশের কেল্লা ধ্বংস, ৫টি বক অবমুক্ত

তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সুবর্ণচরে আনন্দ মিছিল

‎বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

উলিপুরে বিএনপির দোয়া মহফিল অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় ইবতেদায়ী ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ২১ শিক্ষার্থী অনুপস্থিত