৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করছেন দক্ষিণ বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম ১৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এহসান এ খাঁন।
(২৪ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়উঠান ৯নং ওয়ার্ড ডাকপাড়া এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বড়উঠান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী এহসান এ খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে এহসান এ খাঁন বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল।জনগণের মুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হবে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, মিলবে অর্থনৈতিক মুক্তি।
তিনি আরও বলেন,বিএনপি সাধারণ জনগণের দল, শ্রমিকদের দল, নারী ও মা বোনদের দল, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে আর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা হবে। বিএনপি বিগত ১৭ বছর এ দেশের মানুষের অধিকার রক্ষায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম খুনের শিকার হয়েছে। মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি এখনও রাজপথে সংগ্রাম করে যাচ্ছে। দেশের মানুষ এখন নির্বাচিত সরকার চায়। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ ইনসাফের সমাজ চায়।
কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: জাফর ও বড়উঠান ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব এস্কান্দর বাবুলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: হোসেন বাবুল,বড়উঠান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো: ইয়াছিন,বড়উঠান ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলী, যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম,আবু তৈয়ব, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল করিম,মো: শাহাজান, ছাত্রদল নেতা, মিনহাজুর রহমান পাপ্পু,কামরুল হাসান জয়,মো: সাঈম প্রমূখ।
এমএসএম / এমএসএম
জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা
বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া