ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ৪:৩৮

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধা ও হামলা চেষ্টার অভিযোগ উঠেছে।
চলাচল পথে বিদ্যুৎ খুঁটি হওয়ার কারণে বসতঘরে প্রবেশ করতে পারছেনা এক অসহায় পরিবারের লোকজন, প্রতিপক্ষের বাঁধারমুখে পড়ে খুঁটি স্থানান্তর না করেই চলে যেতে বাধ্য হয় বিদ্যুৎ কর্মীরা। পরে আইনী সহয়তা পেতে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী চম্পা সরকার।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডী শষীমহরী পাড়ার গোপাল দাশের বাড়িতে এঘটনা ঘটেছে। এই নিয়ে শুক্রবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী গোপাল দাশের মেয়ে চম্পা সরকার বাদী হয়ে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,
গোপাল দাশের বসতঘরে প্রবেশ পথটি এমনিতেই সরু, এসরু পথটিতে বিদ্যুৎ খুঁটি স্থাপনের কারণে দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট করে চলাচল করছে তার পরিবার ও আশপাশের লোকজন। চলাচল পথটি স্বাভাবিক করতে খুঁটিটি স্থানান্তরের জন্য গত ২১ এপ্রিল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বরাবর আবেদন করেন ভুক্তভোগী গোপাল দাশ, এবং নিয়ম অনুযায়ী বিদ্যুৎ অফিসে খরচের টাকাও জমা করা হয়, পরে সরেজমিনে তদন্ত করে উক্ত খুঁটি স্থানান্তর করার জন্যে নির্দেশ দেন অফিস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ অফিসের লোকজন খুঁটিটি স্থানান্তর কাজ শুরু করেন। এসময় একই এলাকার রিপন দাশ, সাগর দাশ এবং নয়ন দাশরা উক্ত খুঁটি স্থানান্তর কাজে বাঁধা দেয় এবং ভুক্তভোগী পরিবার ও বিদ্যুৎ কর্মীদেরকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে, একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র শস্ত্র (দা, কিরিচ ও লাঠিসোঁটা) নিয়ে বিদ্যুৎ কর্মীদের ধাওয়া করিলে খুঁটিটি স্থানান্তর না করেই বিদ্যুৎ কর্মীরা চলে যেতে বাধ্য হয়। এসময় রিপন দাশ গংরা ভুক্তভোগী গোপাল দাশের পরিবারের উপর হামলা চেষ্টা করে এবং হামলা চেষ্টাকারীরা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদাদাবি করছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগীর বসতঘরে প্রবেশ পথটি মাত্র দুই -আড়াই ফিটের একটি পথ। এই পথে বিদ্যুৎ খুঁটি হওয়ার কারণে একজন মানুষও সোজা হয়ে যাতায়াত করতে পারছেনা।অথচ পুরো জায়গাটি এভুক্তভোগী পরিবারের। একইভাবে উক্ত খুঁটি স্থানান্তরের জন্য নির্ধারণ করা জায়গাটিও তাদের বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

স্থানীয় আবুল হাশেমসহ বেশ কয়েকজন লোক বলেন, উজ্জ্বল দাশের ছেলেরা ভুক্তভোগী গোপাল দাশের পরিবারের উপর নানা ভাবে অত্যচার- নির্যাতন চালানোর অভিযোগ দীর্ঘদিন যাবৎ শুনতেছি। কিন্তু আজকে সরাসরি চোখে দেখেছি। রিপন, সাগর এবং নয়ন দাশরা ভুক্তভোগী পরিবার গোপাল দাশের পরিবারের সাথে যে আচরণ করছে তা খুবই অন্যায় এবং জঘন্য।  বিদ্যুৎ অফিসের লোকজনকেও খুব খারাপ ভাষায় গালমন্দ করেছে। এঘটনার সুষ্ঠু বিচার দাবি ও বিদ্যুৎ খুঁটিটি স্থানান্তর করে চলাচল পথটি সুগম করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতাও কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

অপরদিকে খুঁটি স্থানান্তর কাজে বাঁধা দেয়ার কারণ জানতে চাইলে, কোনো অবস্থাতেই খুঁটিটি স্থানান্তর করতে দেওয়া হবেনা বলে ছাফ জানিয়ে দেয় রিপন দাশ।

অভিযোগের বিষয়ে জানতে বাঁশখালী থানায় যোগাযোগ করা হলে, ডিউটি অফিসার এস আই বিল্লাল হোসেন বলেন, বিদ্যুৎ খুঁটি স্থানান্তর কাজে বাঁধা প্রদান সংক্রান্তে চম্পা সরকার নামে এক মহিলা থানায় এসে গতরাতে একটি অভিযোগ দিয়েছে।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল