ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ৪:৩৮

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধা ও হামলা চেষ্টার অভিযোগ উঠেছে।
চলাচল পথে বিদ্যুৎ খুঁটি হওয়ার কারণে বসতঘরে প্রবেশ করতে পারছেনা এক অসহায় পরিবারের লোকজন, প্রতিপক্ষের বাঁধারমুখে পড়ে খুঁটি স্থানান্তর না করেই চলে যেতে বাধ্য হয় বিদ্যুৎ কর্মীরা। পরে আইনী সহয়তা পেতে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী চম্পা সরকার।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদন্ডী শষীমহরী পাড়ার গোপাল দাশের বাড়িতে এঘটনা ঘটেছে। এই নিয়ে শুক্রবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী গোপাল দাশের মেয়ে চম্পা সরকার বাদী হয়ে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,
গোপাল দাশের বসতঘরে প্রবেশ পথটি এমনিতেই সরু, এসরু পথটিতে বিদ্যুৎ খুঁটি স্থাপনের কারণে দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট করে চলাচল করছে তার পরিবার ও আশপাশের লোকজন। চলাচল পথটি স্বাভাবিক করতে খুঁটিটি স্থানান্তরের জন্য গত ২১ এপ্রিল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বরাবর আবেদন করেন ভুক্তভোগী গোপাল দাশ, এবং নিয়ম অনুযায়ী বিদ্যুৎ অফিসে খরচের টাকাও জমা করা হয়, পরে সরেজমিনে তদন্ত করে উক্ত খুঁটি স্থানান্তর করার জন্যে নির্দেশ দেন অফিস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ অফিসের লোকজন খুঁটিটি স্থানান্তর কাজ শুরু করেন। এসময় একই এলাকার রিপন দাশ, সাগর দাশ এবং নয়ন দাশরা উক্ত খুঁটি স্থানান্তর কাজে বাঁধা দেয় এবং ভুক্তভোগী পরিবার ও বিদ্যুৎ কর্মীদেরকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে, একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র শস্ত্র (দা, কিরিচ ও লাঠিসোঁটা) নিয়ে বিদ্যুৎ কর্মীদের ধাওয়া করিলে খুঁটিটি স্থানান্তর না করেই বিদ্যুৎ কর্মীরা চলে যেতে বাধ্য হয়। এসময় রিপন দাশ গংরা ভুক্তভোগী গোপাল দাশের পরিবারের উপর হামলা চেষ্টা করে এবং হামলা চেষ্টাকারীরা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদাদাবি করছে বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগীর বসতঘরে প্রবেশ পথটি মাত্র দুই -আড়াই ফিটের একটি পথ। এই পথে বিদ্যুৎ খুঁটি হওয়ার কারণে একজন মানুষও সোজা হয়ে যাতায়াত করতে পারছেনা।অথচ পুরো জায়গাটি এভুক্তভোগী পরিবারের। একইভাবে উক্ত খুঁটি স্থানান্তরের জন্য নির্ধারণ করা জায়গাটিও তাদের বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

স্থানীয় আবুল হাশেমসহ বেশ কয়েকজন লোক বলেন, উজ্জ্বল দাশের ছেলেরা ভুক্তভোগী গোপাল দাশের পরিবারের উপর নানা ভাবে অত্যচার- নির্যাতন চালানোর অভিযোগ দীর্ঘদিন যাবৎ শুনতেছি। কিন্তু আজকে সরাসরি চোখে দেখেছি। রিপন, সাগর এবং নয়ন দাশরা ভুক্তভোগী পরিবার গোপাল দাশের পরিবারের সাথে যে আচরণ করছে তা খুবই অন্যায় এবং জঘন্য।  বিদ্যুৎ অফিসের লোকজনকেও খুব খারাপ ভাষায় গালমন্দ করেছে। এঘটনার সুষ্ঠু বিচার দাবি ও বিদ্যুৎ খুঁটিটি স্থানান্তর করে চলাচল পথটি সুগম করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতাও কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

অপরদিকে খুঁটি স্থানান্তর কাজে বাঁধা দেয়ার কারণ জানতে চাইলে, কোনো অবস্থাতেই খুঁটিটি স্থানান্তর করতে দেওয়া হবেনা বলে ছাফ জানিয়ে দেয় রিপন দাশ।

অভিযোগের বিষয়ে জানতে বাঁশখালী থানায় যোগাযোগ করা হলে, ডিউটি অফিসার এস আই বিল্লাল হোসেন বলেন, বিদ্যুৎ খুঁটি স্থানান্তর কাজে বাঁধা প্রদান সংক্রান্তে চম্পা সরকার নামে এক মহিলা থানায় এসে গতরাতে একটি অভিযোগ দিয়েছে।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা

"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"

পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত

কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক

৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

নোয়াখালীতে গণপিটুনিতে ৬ ডাকাতি মামলার আসামীকে হত্যা, মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন