চায়না জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন
চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র অঞ্চলের স্থানীয় জেলেদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, জলাভূমির দেশি মাছ ও জলজ প্রাণবৈচিত্র্যের ওপর চায়না দুয়ারি জালের ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। দেশীয় মাছের প্রজনন ও জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে এই জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার সরঞ্জাম দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী চায়না দুয়ারি ও কারেন্ট জাল ইতোমধ্যে নিষিদ্ধ। কিন্তু এরপরও কিছু বাণিজ্যিক মৎস্যজীবী এসব জাল ব্যবহার করে নদী, খাল-বিলের দেশি মাছ ও ঐতিহ্যবাহী জেলেদের জীবিকা সংকটে ফেলছে।
তারা অভিযোগ করেন, এই জালের কারণে শুধু মাছই নয়, জলজ বাস্তুসংস্থানের অন্যান্য প্রাণী যেমন ব্যাঙ, কচ্ছপ, পাখি ও জলজ উদ্ভিদও হুমকির মুখে পড়েছে। রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারসহ চায়না দুয়ারি জালের ভয়াবহ প্রভাব জলজ পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
জেলেরা বলেন, “চায়না দুয়ারি বা কারেন্ট জাল বন্ধ না করলে দেশীয় মাছসহ জলজ প্রাণবৈচিত্র্য পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।”
পরে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জেলেবন্ধন ও স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, গ্রীন কোয়ালিশন সবুজ (সংগতি) রাজশাহী'র আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বরেন্দ্র অঞ্চল রাজশাহী রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা সমন্বয়ক ও জুলাই ৩৬ পরিষদ রাজশাহী'র আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা'র সভাপতি উপেন রবিদাস, ছাত্র মৈত্রী রাজশাহী মহানগর'র সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক সমাজকর্মী সম্রাট রায়হান, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস) রাজশাহী'র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।
Aminur / Aminur
কুড়িগ্রামে নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
গোপালগঞ্জে এ বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে শেষ
হাটহাজারী গার্লস স্কুল ও কলেজের অভিভাবক সমাবেশ
পৌর হকার্স মার্কেটের সভাপতি হতে মরিয়া জুলাই গণ হত্যা মামলার আসামী ফারুক
ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাঠানপাড়া বাজারে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন
কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় স্থাপনাগুলো আধুনিকায়ন করা হবে-উপদেষ্টা ফরিদা আখতার
মনপুরা'র বিচ্ছিন্ন চরগুলোতে এখনো রয়ে গেছে বাপ দাদার আমলের সাঁকো
সাভারে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন
রাজশাহী-৬ আসনে ‘পরিচ্ছন্ন রাজনীতি’র মুখ আরিফুল ইসলাম বিলাত
রাণীশংকৈলে শ্মশান ঘাটে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন
নতুন কমিটি পেয়ে মধুখালীতে বিএনপির আনন্দ মিছিল