তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
রাজশাহীর তানোরে বিএনপির মূল স্রোতের আদর্শিক রাজনীতিতে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উত্তরাঞ্চলের গর্ব জন নন্দিত নেতা প্রয়াত শীষ মোহাম্মদ পরিবারের কোনো বিকল্প নাই।
শীষ পরিবারের হাতেই আদর্শিক বিএনপি নিরাপদ। সাংগঠনিক কর্মকান্ড জোরদার এবং নেতা ও কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে শীষ মোহাম্মদের কোনো বিকল্প ছিলো না। বিএনপির রাজনীতিতে এখন একজন শীষ মোহাম্মদের বড় প্রয়োজন। শীষ মোহাম্মদের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হয়তো সকলের কাছে প্রিয় মানুষ ছিলেন না, তার হাজারো কাজের মধ্যে হয়তো বা দু'একটা সিদ্ধান্ত বা কাজ নিয়ে সমালোচনা বিতর্ক থাকতেই পারে, তবে তানোরে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠায় তার যে অবদান রয়েছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নাই। স্থানীয় বিএনপির একাধিক জৈষ্ঠ নেতা বলেন, প্রয়াত শীষ মোহাম্মদের প্রতি সম্মান জানিয়ে বিএনপির উচিৎ তার পরিবার থেকে নেতৃত্ব নির্বাচন করা, এটা সময়ের দাবিও বটে। যেমন সম্মান করা হয় প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হক পরিবারকে।
জানা গেছে, রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শীষ মোহাম্মদ বিএনপির আদর্শিক ও মূল স্রোতের সঙ্গে ছিলেন। কখানো কোনো লোভ-লালসার স্রোতে গা-ভাসিয়ে দেননি, হাজারো প্রলোভন দিয়েও তাকে বিএনপি থেকে এক চুল সরানো যায়নি। বিএনপি এবং প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রাজ-নীতি করেছেন। বিএনপি ও ব্যারিস্টার পরিবারের বিপক্ষে কখানো বা কোনো পরিস্থিতিতেই শীষ মোহাম্মদ বা তার পরিবারের কোনো সদস্য অবস্থান নেননি। অথচ একই সময়ে বিএনপির কথিত হেভিওয়েট নেতা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ করে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। বিগত আওয়ামী লীগের ১৫ বছর তাদের সঙ্গে আঁ-াতাত করে চলেছেন। স্থানীয়রা বলছে, বিগত ১৫ বছর বিএনপির কোন পরিবার থেকে কতটি চাকরি পেয়েছে, কতটি পুকুর পেয়েছে, কতটি ডিপ অপারেটর হয়েছে ইত্যাদি বিশ্লেষণ করলে সহজেই পরিস্কার হবে কারা আদর্শিক বিএনপি। এমনকি বিএনপির প্রার্থী ড. এম এনামুল হককে পরাজিত করতে কলকাঠি নেড়েছেন কারা। যারা এসব করেছে তারা কখানো ব্যারিস্টার পরিবারের নেতৃত্ব মানতে পারে না। তাদের উদ্দেশ্যে বিএনপি সরকারে থাক, তবে ব্যারিস্টার পরিবার থেকে যেনো এমপি না থাকে, তাহলে তারা নিজেদের মতো করে রাজনীতির নামে ক্ষমতার দাপট ও বানিজ্যে করতে পারবেন। এদিকে অনেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন ব্যক্তিকে মনোনয়নের স্বপ্ন দেখিয়ে মাঠে নামতে উৎসাহ দিয়েছে। কিন্ত্ত যখন দেখছে এখানে শরিফ উদ্দিনের বিকল্প নাই, তখন তারা আবার শরিফ উদ্দিনের পিছু নিয়েছে।
এখন তানোর বিএনপির রাজনীতিতে যে মতবিরোধ বা মতপার্থক্যের হাওয়া বইছে এর মুল দায় এসব নেতার, যারা বিভিন্ন কৌশলে আর্থিক সুবিধা নিয়ে একাধিক ব্যক্তিকে মনোনয়নের স্বপ্ন দেখিয়ে, বিপুল অর্থ হাতিয়ে নিয়ে এখন শরিফ উদ্দিনের পিছু নিয়েছে। তবে এরা দায় এড়াতে অতিউৎসাহী হয়ে শরিফ উদ্দিনের পক্ষে লাফালাফি করছেন। কিন্তু ভেতর ভেতর তারা চাচ্ছে এখানে শরিফ উদ্দিন নয় অন্য কেউ বিজয়ী হোক। এদিকে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। ফলে এই দলের প্রতিক ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ কখানো সফল হয়নি, এবারো হবে না। তাই মতলববাজ সুবিধাবাদীদের এতো গুরুত্ব দেয়ার প্রয়োজন নাই।
এ বিষয়ে মুরহুম শীষ মোহাম্মদের পুত্র সাবেক সাংগঠনিক সম্পাদক তানোর উপজেলা যুবদল,আহবায়ক সদস্য রাজশাহী জেলা যুবদল জাহাঙ্গীর আলম বলেন, সামনে আমি আমার বাবার রাজনীতি নীতি নৈতিকতা নিয়ে জনগণকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি পরিশেষে,মরহুম শীষ মোহাম্মদের জন্য দোয়া চেয়েছেন তিনি, আল্লাহ যেন মরহুম শীষ মোহাম্মদকে জান্নাতবাসী করেন আমিন ।
এমএসএম / এমএসএম
১৫০ কিলোমিটার পরিভ্রমণে গোপালগঞ্জের সাত রোভার
সাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলেই মনপুরা দ্বীপের মানুষের মনে আতঙ্ক বিরাজ করে
দাউদকান্দির দৌলতপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
হাতপাখার বিজয় হলে জাতির বিজয় হবেঃ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
নোয়াখালীতে টুপি নিয়ে ঝগড়া, মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা
নেত্রকোনায় নারী উদ্যোক্তা লিজা একজন সফল নারীর এক উজ্জ্বল দৃষ্টান্ত
অফিসে নেই রায়গঞ্জের যুব উন্নয়ন কর্মকর্তা, হতাশা নিয়ে ফিরছেন তরুণরা
শেরপুরে গণসংযোগে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মণিরামপুরে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত
পবিপ্রবিতে বিধিবহির্ভূত পদোন্নতি, অনিয়মের চক্রে একাধিক কর্মকর্তা
রাণীশংকৈল হাসপাতালে দুদকের অভিযানে নানা অনিয়ম