ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

১৫০ কিলোমিটার পরিভ্রমণে গোপালগঞ্জের সাত রোভার


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৫ দুপুর ১২:১৪

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জের রোভার স্কাউট গ্রুপের দুই ইউনিটের সাতজন রোভার পায়ে হেঁটে পাঁচ দিনে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু করেছেন। এতে অংশ নিচ্ছে ছেলেদের তিন সদস্যের একটি রোভার দল ও মেয়েদের চার সদস্যের অপর একটি গার্ল-ইন রোভার দল। 
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রোভারদের এ যাত্রা উদ্বোধন করেন কোটালপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এনায়েত বারী। আগামী ৩১ অক্টোবর পটুয়াখালীর ১৩২০ মেঘাওয়াট বিদ্যুত কেন্দ্রে অবস্থানের মধ্য দিয়ে শেষ হবে এ পদযাত্রা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ কলেজের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক তুষার সেন, গ্রুপ রোভার স্কাউট লিডার প্রভাষক সমেন মজুমদার, রোভার স্কাউট প্রভাষক প্রিন্স আহমেদ, প্রভাষক জুবাইর আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট তোফায়েল হোসেন, রোভার ইন কাউন্সিলের সভাপতি অনিক কুমার সাহা, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি মো: অমিত হাসান, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল, সাংবাদিক হৃদয় হাওলাদারসহ রোভার ও গার্ল-ইন রোভার নেতৃবৃন্দ।
রোভার স্কাউটসূত্রে জানা গেছে, রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো পরিভ্রমণকারী ব্যাজ। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার অথবা নৌকাযোগে ২৫০ কিলোমিটার ভ্রমণ করতে হয়।
এ লক্ষ্যপূরণে গোপালগঞ্জের রোভার স্কাউট গ্রুপের দুই ইউনিটের মধ্যে ছেলেদের তিন সদস্যের রোভার দলে রয়েছেন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্য মো: সজল হাওলাদার, প্রভাষ হাওলাদার ও হানজালা মোল্লা। অপরদিকে চার সদস্যের গার্ল-ইন রোভার দলে রয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সদস্য ফারিহা, শামিমা আক্তার এবং কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্য নিলুফা সিকদার ও কলি আক্তার। এছাড়াও কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের রোভার স্কাউট লিডার পলি খানম অভিভাবক হিসেবে এই পদযাত্রায় অংশ নিচ্ছেন।
কোটালীপাড়া উপজেলা পরিষদ থেকে শুরু হওয়া তাদের পাঁচ দিনের এই পরিভ্রমণ নির্ধারিত রুট হলো উজিরপুর, ঝালকাঠি ও পটুয়াখালী হয়ে শেষ হবে বরগুনায়।
১৫০ কিলোমিটার এই পরিভ্রমণকালীন সময়ে রোভারেরা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে তারা মানসিক স্বাস্থ্যসেবা, গাছ লাগানো, নিরাপদ মাতৃত্ব, সঠিক সময়ে টিকাদান ও মাদক বিষয়ে সচেতনতামূলক প্রচারণা করবেন।
কোটালপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এনায়েত বারী বলেন, যে সকল রোভার পায়ে হেটে ১৫০ কিলোমিটার পরিভ্রমনে যে সকল রোভার অংশ নিচ্ছে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি এই কঠিন পরিশ্রমের মাধ্যমে তার যে একগ্রতা অর্জণ করবে, এই একগ্রতা দিয়ে পরবর্তীতে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রোভার ইউনিটকে আরো শক্তিশালী করবে। তাদের নিরাপদ ও সুস্থ ভ্রমণ কামনা করছি। 

সিনিয়র রোভার মেট ফারিহা বলেন, যাত্রাটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের লক্ষ্য একটাই পায়ে হেঁটে এ পথ পাড়ি দিতে হবে। বর্তমান যুবসমাজ নেশাসহ বিভিন্ন অপসংস্কৃতিতে জড়িয়ে তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। আমি মনে করি আমাদের এ যুব সমাজকে সৎ ও সত্যবাদী, নীতিবান স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে রোভার স্কাউটিং একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। 

এমএসএম / এমএসএম

দৈনিক চাঁদপুরজমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক রোকনের মায়ের দাফন সম্পন্ন

সাইফুল ইসলামের দূর্নীতির ডান হাত থানচির রেঞ্জার ইসরায়েল, দেদারসে চলছে কাঠ পাচার

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

রৌমারীতে শীতার্ত মানুষরে মাঝে কম্বল বিতরণ

বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

কৃষিজমি বাঁচাতে সাহসী অভিযান, রায়গঞ্জের এসিল্যান্ড মাসুদ রানার জনআস্থা অর্জন

বড়লেখায় টিলা কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের লাক্ষ টাকা জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপের উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীন উৎসব অনুষ্ঠিত

বারহাট্টার জনপদে জেঁকে বসেছে শীত

গভীর রাতে অসহায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড

অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহফুজ, সম্পাদক আসলাম

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ