বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণের জন্যে লবণাক্ত বালি উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান
পয়েন্টে ৫কোটি টাকা বরাদ্দের বেড়িবাঁধ নির্মাণ কাজ চলছে, এতে ব্লক তৈরি কাজে ব্যবহার করা হচ্ছে লবণাক্ত পানি ও নিম্নমানের বালি। অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্ব ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়, বঙ্গোপসাগরের লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলনের দায়ে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিঃ (পিডিএল)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সমুদ্রের লবণাক্ত পানি মিশিয়ে বালু উত্তোলনের দায়ে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের দায়িত্ব পাওয়া (পিডিএল)কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়, এসময় বাল্বহেড যোগে আসা বালি সমুদ্রের লবণাক্ত পানি মিশিয়ে উত্তোলনের দায়ে প্রকল্পের দায়িত্বরত পিডিএল এর সাব- ইঞ্জিনিয়ার ফখরুল ইসলামকে আটক করা হয় এবং ততক্ষণাৎ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়ে স্তুুপকৃত সববালি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীনের জিম্মায় রাখা হয়েছে।
প্রকল্পের সাব- ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলন করছে, আমরা এখনও পর্যন্ত এসব বালি রিসিভ করিনাই, পানি উন্নয়ন বোর্ড নিষেধ করলে এসব বালি ব্লক তৈরি কাজে ব্যবহার করা হবে না।
২০১৬ সালের শেষের দিকে ৩শ কোটির অধিক অর্থ ব্যয়ের বেড়িবাঁধ কাজ শেষ হওয়ার আগেই ২০২৩ সালের দিকে খানখানাবাদের কদমরসুল পয়েন্টে বাঁধটির ২শ মিটার অংশ সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়।
এরইমধ্যে বেড়িবাঁধ নির্মাণে ৫কোটি টাকার প্রকল্পের কাজের ব্লক তৈরি শুরু হয়, উক্ত ব্লক তৈরি কাজে নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রদল নেতা জিহান, শাহেদ, আশ্রাফসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট বালি বাল্বহেড যোগে বালি এনে সমুদ্রের লবণাক্ত পানি দিয়ে বালি উত্তোলন করছে, আর ওইসব বালি পিডিএল কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণ ব্লক তৈরি কাজ ব্যবহার করছে। তবে পিডিএল কর্তৃপক্ষ বলছে ওইসব বালি তারা এখনও রিসিভ করেনি। তবুও স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট মহল প্রভাব খাটিয়ে জোরপূর্বক বালি উত্তোলন করছে।
সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহার করে বাল্বহেড থেকে বালি উত্তোলন করা হচ্ছে ওইসব বালি। উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘ প্রাণের দাবি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা। কিন্তু বেড়িবাঁধ নির্মাণ কাজের জন্য ব্লক তৈরি কাজের শুরু থেকেই নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের কারণে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ নিয়ে পুরো এলাকার জনমনে আবারও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে দূর্নীতিমুক্ত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে তারা আরও বলেন, ব্লক তৈরি কাজের জন্য লবণাক্ত পানি মিশিয়ে উত্তোলন করা নিম্নমানের সব বালি ও সামগ্রী ব্যবহার বন্ধ করতে হবে। এসময় তারা আরও বলেন, লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলনের কারণে সমুদ্রের লবণাক্ত পানি কৃষি জমি ও পুকুর ডুবায় ঢুকে পড়ার ফলে অনেক কৃষক পরিবারের ধানক্ষেত নষ্ট হয়ে গেছে এবং পুকুর ও মৎস্য প্রজেক্টের মাছ মরে গেছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে অনেক পরিবার।
এদিকে লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলন কাজ বন্ধ করা ও উত্তোলনকৃত বালি জব্দ করায় সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকনকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
Aminur / Aminur
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন
রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি সমর্থকের অর্থদন্ড
মহেশখালীতে যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক একজন
তানোর থানার মোড় এলাকায় একাধিক বাড়িতে ফ্রিজ–টিভিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল
তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ