ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণের জন্যে লবণাক্ত বালি উত্তোলনের অভিযোগে প্রশাসনের অভিযান


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৫ দুপুর ৪:৩৯

পয়েন্টে ৫কোটি টাকা বরাদ্দের বেড়িবাঁধ নির্মাণ কাজ চলছে, এতে ব্লক তৈরি কাজে ব্যবহার করা হচ্ছে লবণাক্ত পানি ও নিম্নমানের বালি। অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্ব ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়, বঙ্গোপসাগরের লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলনের দায়ে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান প্রোপার্টি ডেভেলপমেন্ট লিঃ (পিডিএল)কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সমুদ্রের লবণাক্ত পানি মিশিয়ে বালু উত্তোলনের দায়ে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের দায়িত্ব পাওয়া (পিডিএল)কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়, এসময় বাল্বহেড যোগে আসা বালি সমুদ্রের লবণাক্ত পানি মিশিয়ে উত্তোলনের দায়ে প্রকল্পের দায়িত্বরত পিডিএল এর সাব- ইঞ্জিনিয়ার ফখরুল ইসলামকে আটক করা হয় এবং ততক্ষণাৎ বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়ে স্তুুপকৃত সববালি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীনের জিম্মায় রাখা হয়েছে।
প্রকল্পের সাব- ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম বলেন, স্থানীয় একটি প্রভাবশালী মহল জোরপূর্বক লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলন করছে, আমরা এখনও পর্যন্ত এসব বালি রিসিভ করিনাই, পানি উন্নয়ন বোর্ড নিষেধ করলে এসব বালি ব্লক তৈরি কাজে ব্যবহার করা হবে না।
২০১৬ সালের শেষের দিকে ৩শ কোটির অধিক অর্থ ব্যয়ের বেড়িবাঁধ কাজ শেষ হওয়ার আগেই ২০২৩ সালের দিকে খানখানাবাদের কদমরসুল পয়েন্টে বাঁধটির ২শ মিটার অংশ সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়।
এরইমধ্যে বেড়িবাঁধ নির্মাণে ৫কোটি টাকার প্রকল্পের কাজের ব্লক তৈরি শুরু হয়, উক্ত ব্লক তৈরি কাজে নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠে। স্থানীয়দের  অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রদল নেতা জিহান, শাহেদ, আশ্রাফসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট বালি বাল্বহেড যোগে বালি এনে সমুদ্রের লবণাক্ত পানি দিয়ে বালি উত্তোলন করছে, আর ওইসব বালি পিডিএল কর্তৃপক্ষ বেড়িবাঁধ নির্মাণ ব্লক তৈরি কাজ ব্যবহার করছে। তবে পিডিএল কর্তৃপক্ষ বলছে ওইসব বালি তারা এখনও রিসিভ করেনি। তবুও স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট মহল প্রভাব খাটিয়ে জোরপূর্বক বালি উত্তোলন করছে।
সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহার করে বাল্বহেড থেকে বালি উত্তোলন করা হচ্ছে ওইসব বালি। উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘ প্রাণের দাবি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা। কিন্তু বেড়িবাঁধ নির্মাণ কাজের জন্য ব্লক তৈরি কাজের শুরু থেকেই নিম্নমানের বালি ও সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের কারণে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ নিয়ে পুরো এলাকার জনমনে আবারও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে দূর্নীতিমুক্ত টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে তারা আরও বলেন, ব্লক তৈরি কাজের জন্য লবণাক্ত পানি মিশিয়ে উত্তোলন করা নিম্নমানের সব বালি ও সামগ্রী ব্যবহার বন্ধ করতে হবে। এসময় তারা আরও বলেন, লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলনের কারণে সমুদ্রের লবণাক্ত পানি কৃষি জমি ও পুকুর ডুবায় ঢুকে পড়ার ফলে অনেক কৃষক পরিবারের ধানক্ষেত নষ্ট হয়ে গেছে এবং পুকুর ও মৎস্য প্রজেক্টের মাছ মরে গেছে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে অনেক পরিবার।
এদিকে লবণাক্ত পানি মিশিয়ে বালি উত্তোলন কাজ বন্ধ করা ও উত্তোলনকৃত বালি জব্দ করায় সহকারী কমিশনার (ভুমি) মোঃ ওমর সানী আকনকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

Aminur / Aminur

মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার

রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা

বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩

মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার

নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

সুবর্ণচরে বয়সের তথ্য গোপন করে গ্রাম পুলিশে চাকরি করছেন আওয়ামিলীগ নেতা