নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে বেড়েছে রাজনৈতিক কর্মকান্ড। নিজেকে বড় ও যোগ্য নেতা প্রমান করার জন্য মরিয়া হয়ে ওঠেছেন অনেকেই। আবার এমপি পদে মনোনয়ন প্রত্যাশী, এমপি হিসেবে দেখতে চাই এমন পোস্টার ব্যানার ও ফেইসবুকে প্রচারণা নজর কাড়ছে ভোটারের। তবে এই প্রতিযোগীতায় অনেকেই আছেন দলের দুঃসময়ে যাদের রাজনীতির মাঠে দেখা যায়নি। নেতাকর্মীদের খবর পর্যন্ত নেয়নি। নিজের সুবিধা বিবেচনায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন তারাও যেন ৫ আগষ্টের পর হঠাৎ করে গজিয়ে ওঠেছেন। যেমন কোকিল সারাবছর দেখা না গেলেও বসন্তকালে গাছে গাছে ঠিকই কুহুকুহু সুরে জাগিয়ে তোলে বাংলার আকাশ বাতাস, ঠিক তেমনি নেতারাও এখন বসন্তের কোকিলের মতো উদয় হয়ে দলীয় শ্লোগানে মুখরিত করতে চাইছে নিজ এলাকা, এমপি হওয়ার স্বপ্নে বিভোর সময় পার করছেন কেউকেউ। পতিত সরকারের সাথে তাল মিলিয়ে রাজার হালে সময় কাটিয়েছে তারাও এখন নিজেকে নির্যাতি নেতা হিসেবে প্রমান করতে ব্যস্ত। তাই অনেকেই বলছেন নির্বাচন উপলক্ষে রাজনীতিতে বসন্তের কোকিলের মতো নেতাদেরও আনাগোনা বেড়েছে।
সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বেড়েছে কথিত ত্যাগী নেতার সংখ্যা। আওয়ামী লীগ সরকার পতনের আগেরদিন পর্যন্ত যারা নিজ দলের পক্ষে শ্লোগানতো দুরের কথা ফেইসবুকে একটা স্ট্যাটাস দিতেও ভয় পেতো বা অন্যকোন কারণে দিত না তারাও এখন অনেক বড় ত্যাগী। তত্ত্বাবধায়ক (মঈনউদ্দীন-ফখরুদ্দীন) সরকারের ২ বছর ও আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল অর্থাৎ ১৮ বছর যাদের রাজনীতির ময়দানে দেখা যায়নি তারা হঠাৎ করেই বসন্তের কোকিলের মতো উদয় হয়েছেন। বিগত ১৮ বছরের দুরত্বে তরুণ ভোটাররা যাদের নামও শোনেনি এমন নেতাদের দাপটে কোনঠাসা হয়ে পড়েছেন মাঠের কর্মীরাও।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপির একাধিক নেতাকর্মীরা জানান, তারা খেয়ে না খেয়ে বিগত ১৮ বছর আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। মিটিং-মিছিল কল করলে অনেকেই নানা অযুহাতে এড়িয়ে চলত, আর ৫ আগষ্টের পরে তারা এখন বড় নেতা হয়ে গেছে। আচার আচরণে মনে হয় আমরাই হাইব্রিড। বিভিন্ন জায়গায় কমিটি করার বিষয়ে ত্যাগীদের কাজের মূল্যায়ন না করে ব্যক্তি স্বার্থ দেখে পদ দেয়া হয়।
অপর একটি সূত্র জানায়, নিজের অধিপাত্য দরে রাখতে কতিপয় কথিত ত্যাগী নেতা আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছে। তারা এখন সামনের সারিতে অবস্থান করছে। আবার অনেকে নিজেদের দল ভারী করতে যাকে তাকে দলে টানছে, ক্ষমতা প্রদর্শণের জন্য অনেকেই গ্রুপিং লাগিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে, আর তাদের অপকর্মে দলে বদনাম হচ্ছে। দল ও দেশের বৃহত্তর স্বার্থে সিনিয়র নেতাদের আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
অপর একটি সূত্র জানায়, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের কর্মকান্ড নজরদারি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেক নেতাকর্মীকে জনস্বার্থে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থবিরোধী কোন কাজে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। দলের পরিচয়ে কেউ কোন অপকর্ম করছে তাকে কিছুতেই ছাড় দেয়া হবে না।
অপরএকটি সূত্র জানায়, বিএনপি বর্তমানে দেশের সর্ববৃহৎ দল, এখানে কিছু খারাপ লোক থাকা অস্বাভাবিক নয়। নানা অপরাধে জড়িত থাকার অপরাধে অনেকেইে বহিস্কার করা হয়েছে। আবার অনেকের বস্কিারাদেশ নিয়ে তদন্তও চলছে। তদন্তে কেউ নির্দোষ প্রমানিত হলে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করতে পারে। তবে দলের দুঃসময়ে যারা সক্রিয় ছিলেন, তাদের ছোটখাট ভুলক্রুটি সেক্রিফাইস করে দল পূনর্গঠনে কাজে লাগানোর পরামর্শ অনেকের।
এবিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব মো. নাজিমুর রহমান বলেন, নির্বাচনে মনোনয়ন চাওয়ার অধিকার সবারই আছে। যারা দীর্ঘদিন মাঠে ছিলনা তারা এখন রাজনীতিতে যুক্ত হলে সমস্যা নাই কিন্তু দলের দুঃসময়ে থাকবে না আর সুসময়ে সুবিধা নিতে চাইবে তা কাম্য নয়। আমরা রাজনীতি করি কিছু পাওয়ার আশায় নয়, দল বা দেশকে কিছু দিতে পারার মাঝে আনন্দ পাই। তবে সব রাজনীতিবিদরা একরকম নয়, সুবিধাবাদীরা সুবিধা নিতে চাইবে এটাই স্বাভাবিক। তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান মহোদয় সবকিছু নজর রাখছেন, দলের দুঃসময়ে যাদের অবদান আছে তারা কখনো অবমূল্যায়িত হবেন না এটা নিশ্চিত করে বলতে পারি। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের ব্যাপক সমর্থনের কারণে এখানে অনেকেই হয়তো সুবিধা নেয়ার জন্য আসতে পারে তবে নীতিনির্ধারকরা অবশ্যই ভালো-মন্দ বিবেচনা করেই সিদ্ধান্ত নিবেন। সম্প্রতি চট্টগ্রামের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুলশান অফিসে করা মিটিংয়ে বিষয়ে তিনি বলেন, দলের সিনিয়র নেতৃবৃন্দরা মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলেছেন, তাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে বলা হয়েছে। মনোনয়ন কে পাবে বা পাবে না তা এখনো নিশ্চিত করে কিছু বলা যাবে না।
এমএসএম / এমএসএম
মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার
রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা
বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি
জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩
মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন