ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

রাজশাহী ১ তানোর- গোদাগাড়ীতে বিএনপিতে দ্বন্দ্ব, ভোটের প্রস্তুতি শেষ জামায়াতের


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ১০:২১

দলীয় মনোনয়ন ঘোষণার আগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির নেতাকর্মীরা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়েছেন। এতে প্রাণ গেছে দলের দুই কর্মীর। একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে ঘটেছে সংঘাত। হয়েছে পাল্টাপাল্টি মামলাও। বিএনপির এমন টালমাটাল অবস্থার মধ্যে এ আসনে মাঠ গোছানোর কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাজশাহী-১ আসনে বরাবরই বিএনপির আধিপাত্য। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার আমিনুল হক। ছিলেন বিএনপি সরকারের মন্ত্রী, দলের ভাইস চেয়ারম্যান। ২০১৯ সালে তিনি প্রয়াত হয়েছেন। এখন এ আসনে দলের মনোনয়ন চান ২০২২ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ পাওয়া তাঁর ভাই মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

এছাড়া দলের মনোনয়ন চান প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ফুফাতো বোনের ছেলে ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেএম জুয়েল, জিয়া পরিষদের সহকারি মহাসচিব আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব ও যুক্তরাষ্ট্র প্রবাসী শাহাদাত হোসেন শাহিন। চমক হিসেবে থাকতে পারেন প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী আভা হকও।বরেন্দ্রের এ দুই উপজেলার রাস্তাঘাটের সবই হয়েছে ব্যারিস্টার আমিনুল হকের আমলে। ফলে এলাকার মানুষের মুখে মুখে তাঁরই নাম। ২০০৮ সালে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেননি। আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন তাঁর ভাই সাবেক আইজিপি এম এনামুল হক। পরের তিনটি বিতর্কিত নির্বাচনেও আসনের এমপি হন ফারুক চৌধুরী।
গণঅভ্যুত্থানের পর আসনটি আবার বিএনপির হবে বলে আশা করছেন দলের নেতাকর্মীরা। তবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়েছেন তারা।

ভোটের মাঠে নেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। জাতীয় নির্বচনের প্রর্থী নির্ধারণে গোদাগাড়ীতে বিএনপির বিভেদ। সভা করছে, প্রচারে নেই দলীয় কর্মসূচি আলাদা। অতীতে নির্বাচনী প্রচারে ভূমিকা রাখা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে এখনও মাঠে পর্যায়ে নেই। কিছু দলীয়সভা, ৩১ দফার লিফলেট বিতরণ ও আলাদা-আলাদা শোডাউন ছাড়া মাঠ পর্যায়ে নির্বাচনী কোন তৎপরতা নেই বিএনপির।
নেতাকর্মীরা জানান, ভোটারদের বড় একটি অংশ তরুণ ও যুবক। যাদের বেশির ভাগ যুবক বিগত তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি।এ প্রজন্মের ভোটারের সমর্থন আদায়ে কোন কর্মসূচি নেই বিএনপির। অতীতে নির্বাচনী প্রচারে ভূমিকা রাখা অঙ্গ ও সহোযোগী সংগঠনকে এখনও নির্বাচনী মাঠে নামাতে পারেনি বিএনপি।বিশেষ করে শরিফ উদ্দিন ও সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা একের পর এক সংঘাতে জড়াচ্ছেন। আবার শরিফ উদ্দিনের অনুসারীদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

গত ১১ মার্চ তানোর উপজেলা কৃষ্ণপুর গ্রামে বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে শরিফ উদ্দিনকে বরণ করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘষে গানিউল ইসলাম নামের একজন নিহত হন। ২৭ মার্চ আবার তানোরে শরিফের ইফতার মাহফিলের জন্য চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কৃষকদল নেতা নেকশার আলী নিহত হন।আবার গত ১৫ ডিসেম্বর তানোর উপজেলা সদরে সুলতানুল ইসলাম তারেক গেলে তার অনুসারীদের সঙ্গে শরিফ উদ্দিনের অনুসারীদের সংঘর্ষ হয়। ৪ জানুয়ারি তানোরের ভবানীপুরে তারেকের এক সমাবেশে তার সমর্থকদের সঙ্গে শরিফের সমর্থকদের সংঘর্ষ হয়। ৮ ফেব্রুয়ারি গোদাগাড়ীর বারোমাইল এলাকায় শরিফের অনুসারীদের হামলার শিকার হন তারেকের অনুসারী কয়েকজন নেতা।

সবশেষ গত ২ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলা সদরে একইস্থানে এ দুই গ্রুপ সমাবেশ করলে সংঘর্ষ হয়। পরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এসব ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
এ দুই গ্রুপের দ্বন্দ্ব-সংঘাতের বাইরে ‘ক্লিন ইমেজ’ নিয়ে ভোটের মাঠে দৌড়ঝাঁপ করে যাচ্ছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। এ আসনে বিএনপির অন্য সব মনোনয়ন প্রত্যাশীই মাঠে নেমেছেন গণঅভ্যুত্থানের পর। তবে আগে থেকেই সক্রিয় মিলন।
দলের দুঃসময়ে তিনি গোটা রাজশাহীর বহু নেতাকর্মীকে বিনাপয়সায় আইনি সেবা দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। এসব প্রার্থীর কাউকেই মনোনয়ন দেওয়া না হলে চমক হিসেবে আসতে পারেন প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী আভা হক। তবে ভোটের মাঠের কোথাও তাকে দেখা যায় না।
মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, ‘আমার বাবা, মামা, ভাই এমপি ছিলেন বলেই যে আমি মনোনয়ন পাব, এবার কিন্তু বিষয়টি তেমন নয়।

এবার জনপ্রিয়তা, ক্লিন ইমেজ এবং দলের জন্য অবদান বিবেচনা করা হবে। আমি দলের দুঃসময়ে রাজনৈতিক মামলা থেকে বহু নেতাকর্মীকে জামিন করিয়েছি। শুধু আমাদের উপজেলা নয়, পুরো রাজশাহীতেই আমি বিনামূল্যে এই সেবা দিয়েছি। জনগণ সময় মতো তাদের যোগ্য প্রতিনিধি খুঁজে নেবে। দলও সবকিছু বিবেচনা করবে।’কথা বলার জন্য শরিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া গেছে। নম্বর দুটিতে হোয়াটসঅ্যাপ খোলা থাকলেও তাতেও সংযোগ মেলেনি।সুলতানুল ইসলাম তারেক বলেন, ‘দুঃসময়ে আমি সবাইকে সহযোগিতা করেছি। জেলা ও মহানগর বিএনপিকেও দুঃসময়ে অর্থ দিয়ে সহায়তা করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। দলের প্রকৃত নেতারা আমার সঙ্গে। দল সবকিছুই বিবেচনা করবে।’
তৎপর জামায়াত: গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করে ছাত্রশিবির ও নারী কর্মী-সমর্থকদের মাঠে নামিয়েছে। তারা ভোটারদের কাছে যাচ্ছেন, আবার বিভিন্ন দাবিতে রাজপথের কর্মসূচি পালনেও দলটির নেতাকর্মীরা মাঠে সক্রিয় আছেন।
রাজশাহী-১ আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। প্রার্থী হচ্ছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি ১৯৮৬ সালে এ আসনের এমপি হয়েছিলেন। দায়িত্বে ছিলেন দুইবছর। আবার এ আসনের এমপি হতে তিনি জোরেশোরেই ভোটের মাঠে নেমেছেন। দুই উপজেলায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে তিনি যোগ দিচ্ছেন। একক প্রার্থী নিয়ে জামায়াত ভোটের সব প্রস্তুতিই শেষ করে ফেলেছে।
রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, ‘প্রার্থী ঘোষণার পর আমাদের মাঠ গোছানোর কাজ শেষ হয়ে গেছে। সাংগঠনিকভাবে ভোটের প্রস্তুতি গ্রহণ করেছি। এখন আমরা মানুষের কাছে যাচ্ছি। দাঁড়ি পাল্লার দারুণ সাড়াও পাওয়া যাচ্ছে। আমরা ভোটের মাঠেই আছি।’
আসনটিতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী প্রার্থী হতে এলাকায় পোস্টার সাঁটিয়েছেন। তবে নির্বাচনি মাঠে তার তৎপরতা নেই।

Aminur / Aminur

বেনাপোল সীমান্তে পিস্তলসহ যুবক আটক

রাজশাহী ১ তানোর- গোদাগাড়ীতে বিএনপিতে দ্বন্দ্ব, ভোটের প্রস্তুতি শেষ জামায়াতের

কুমিল্লায় মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

নরসিংদীর ডেঙ্গু পরিস্থিতি: নতুন শনাক্ত ১২, হাসপাতালে ভর্তি ৫২ জন

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার

রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার

নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা

বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি

জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩

মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত