ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৮ হাজার মানুষ
রাজধানীর উত্তরায় “গেট রেডি, মুসল্লী ফোরাম” ও “ঢাকা স্পেশালাইজড হাসপাতাল”-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত উত্তরা ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সাধারণ জনগণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা, শিশু, নারী ও বয়স্কদের চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা গ্রহণ করেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন দেশের প্রখ্যাত চিকিৎসকগণ, যাদের মধ্যে চিকিৎসা প্রদান করেন —
ঢাকা স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান
অধ্যাপক ডাঃ সাব্বির আহমেদ খান,অধ্যাপক ডাঃ দেবাশিস বিশ্বাস, অধ্যাপক ডাঃ ডি এম মহিদুজ্জামান (টনি),ডাঃ এ.টি. এম জুলফিকার রহমান, ডাঃ মোঃ মোজাম্মেল হক, ডাঃ মনিরা বেগম,ডাঃ মোঃ তাকবিরুল ইসলাম, অধ্যাপক ডাঃ দেব প্রসাদ পাল,ডাঃ মোঃ আবুল হোসেন, ডাঃ এম. আহামদ এইচ (রবিন),ডাঃ ফারহা করিম, ডাঃ সোহেলী নার্গিস, ডাঃ আজিজা এম এ রহমান, ডাঃ প্রিয়াংকা কুন্ডু, ডাঃ রাশীদুল হাসান, ডাঃ মৌসুমী আক্তার সাথী, ডাঃ মোহাম্মদ আজাদ, ডাঃ মোঃ আনোয়ারুল ইসলাম, ডাঃ ফেরদৌস আরা জেনি, ডাঃ মোঃ মিনহাজুর রহমান তুষার, ডাঃ মোহাম্মদ মাহাবুব উল আমিন, ডাঃ মুকতার আলী
সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
ঢাকা স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান
অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান, বলেন— “নতুন প্রজন্মের ডাক্তারদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের পাশে দাঁড়ানো। সেবা শুধু পেশা নয়, এটি এক ধরনের ইবাদত। চিকিৎসা সেবার মূল লক্ষ্য হলো মানুষের কষ্ট লাঘব করা, তাই আমাদের প্রত্যেকের উচিত আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে জনগণের পাশে থাকা।
তিনি আরও বলেন, আমরা চাই— দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও যেন চিকিৎসা সেবার বাইরে না থাকে। চিকিৎসা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার। ঢাকা স্পেশালাইজড হাসপাতাল সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মতো কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করবে।”
অধ্যাপক ডা. সাব্বির আহমেদ খান আরো বলেন, “নতুন প্রজন্মের ডাক্তারদের উচিত নিজেদের জ্ঞান ও দক্ষতাকে মানবতার কল্যাণে কাজে লাগানো। চিকিৎসক সমাজ যদি একযোগে কাজ করে, তবে সুস্বাস্থ্য ও সচেতন সমাজ গঠনে আমরা সফল হবো। আমরা শুধু চিকিৎসা নয়, সঠিক পরামর্শ, সচেতনতা ও মানসিক সহায়তাও দিতে চাই— যাতে প্রত্যেকে সুস্থ ও নিরাপদ জীবনে ফিরতে পারেন।”
তিনি শেষে সকল চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় আট হাজার মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন— এটি আমাদের জন্য গর্বের বিষয়। জনগণের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।”
দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ৮ হাজার মানুষ সেবা নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,
“মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব ও মানবিক অঙ্গীকার। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন সহজে প্রাথমিক চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট, চিকিৎসা কর্মকর্তা, নার্স এবং গেট রেডি ও মুসল্লী ফোরামের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ জনগণ সহজে চিকিৎসাসেবা পেতে পারে।
এমএসএম / এমএসএম
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার
ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা
গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক
আত্মনিবেদিত রাজনীতিবিদ শেখ ফজলে বারী মাসউদ
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
গেমপ্লিফাই সফলভাবে আয়োজন করল অনসাইট স্পোর্টস কুইজ প্রতিযোগিতা
মাদক সন্ত্রাস প্রতিরোধে ঐক্যের ডাক, পরিবর্তনের অঙ্গীকার কামাল হোসেনের
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউকের জরুরি তৎপরতা
ভূমিকম্পে আহতদের চিকিৎসায় ডিএমসি হাসপাতালে ড্যাবের টিমের জরুরি প্রস্তুতি