ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বুধবার বসছে আবাসন মেলা

ড্যাপ ও নতুন ইমারত বিধিমালায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৫ দুপুর ৪:৫৫

দীর্ঘ প্রতীক্ষার পর আবাসন খাতে নতুন গতি ফেরাতে আগামী ২৪ ডিসেম্বর থেকে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’। চার দিনব্যাপী এই মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।
মেলার সময়সূচী ও প্রবেশ তথ্য
উদ্বোধন: ২৪ ডিসেম্বর, বেলা ১১:০০ টায়।
সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত।
টিকিট: সিঙ্গেল এন্ট্রি ও মাল্টিপল এন্ট্রি।
মহৎ উদ্দেশ্য: টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ দুস্থদের সহায়তায় ঈঝজ কার্যক্রমে ব্যয় করা হবে।
আকর্ষণ: প্রতিদিন থাকছে রাফেল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার।
আবাসন খাতে নতুন আশা: ড্যাপ ও বিধিমালা ২০২৫
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি গেজেট আকারে প্রকাশিত ড্যাপ (উঅচ) এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ আবাসন খাতে নতুন আস্থা তৈরি করেছে। রিহ্যাব প্রেসিডেন্ট বলেন:
“নতুন বিধিমালায় আগের জটিলতা ও বৈষম্য দূর হওয়ায় ডেভেলপার ও ক্রেতাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে (এউচ) এই খাতের অবদান এখন প্রায় ১৫ শতাংশ।”
অংশগ্রহণকারী ও স্পন্সরবৃন্দ
এবারের মেলায় মোট ২২০টি স্টল থাকছে। এতে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।
ডায়মন্ড স্পন্সর: এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, শেলটেক লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড।
অন্যান্য: ৭টি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান এবং ১২টি ব্যাংক ও লিজিং প্রতিষ্ঠান।
আমন্ত্রিত অতিথিগণ
মেলার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস-প্রেসিডেন্ট লায়ন এম. এ. আউয়াল, মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট -৩ ইঞ্জি. আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক,  ভাইস প্রেসিডেন্ট হাজী দেলোযার হোসেন, রিহ্যাব পরিচালক ও প্রেস এন্ড মিডিয়া ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুহাম্মদ লাবিব বিল্লাহ,রিহ্যাব পরিচালক ও প্রেস এন্ড মিডিয়া ষ্ট্যান্ডিং কমিটির কো- চেয়ারম্যান মিরাজ মোক্তাদির,রিহ্যাব পরিচালক ও প্রেস এন্ড মিডিয়া ষ্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান সবুজ সরদার, রিহ্যাব পরিচালক শেখ কামাল প্রমুখ।

Aminur / Aminur

ড্যাপ ও নতুন ইমারত বিধিমালায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

ড্যাব কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা- ৫ আসনে বিএনপি'র প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে মনোনপত্র সংগ্রহ

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেনের মনোনয়ন ফরম সংগ্রহ

জুলাই বিপ্লবে চিকিৎসক দের ভূমিকা এবং স্বাস্ব্য সেবার ক্ষেত্রে তাদের বর্তমান অবস্থা

রূপগঞ্জে একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু গ্রেফতার

স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা

রাজধানীতে ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতেমা

পোশাক শিল্পে অটোমেটিক সেলাই মেশিন প্রদর্শনী ও অটোমেশন সেমিনার অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্তাধীন বিষয়ে দুদকের সংবাদ সম্মেলন

আজ প্রকাশ হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন