ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সন্দ্বীপে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১-১১-২০২৫ দুপুর ১:৩৩

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাতেও আজ শনিবার (১ নভেম্বর ২০২৫) উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মংচিংনু মারমা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। আলোচনা  সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্খপক আখতারুজ্জামান সুজন, সাবেক ব্যবস্থাপক মোঃ কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমবায়ী আসিফ আকতার প্রমুখ। 
সভা সঞ্চালনা করেন রুপালী ক্রেডিট কো-অপারেটিভ এর সিনিয়র এজিএম ও ব্যবস্থাপক কামরুল ইসলাম টিটু। 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মংচিংনু মারমা বলেন:“সমবায় আন্দোলন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী ভিত্তি। একে অপরের সহযোগিতা ও পারস্পরিক আস্থার মাধ্যমে গড়ে ওঠা সমবায় সমাজের সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সরকার সমবায় খাতকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। স্থানীয় পর্যায়ে সমবায় চেতনা ছড়িয়ে দিতে হলে সবাইকে আন্তরিক হতে হবে।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ দিদারুল আলম বলেন:
“সমবায় খাত হচ্ছে জনগণের নিজস্ব উদ্যোগে আত্মনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমবায় সমাজের মানুষকে সংগঠিত করে, একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। সন্দ্বীপে বর্তমানে অসংখ্য সমবায় সমিতি কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে।” যার কারনে মহাজনী সুদের করাল গ্রাস থেকে  মানুষ মুক্ত হচ্ছে। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হয়, তেমনি সমাজে সাম্য, সহযোগিতা ও ঐক্যের চেতনা বিস্তার লাভ করে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ সমবায় খাতে অবদান রাখা সফল সমবায়ী সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এমএসএম / এমএসএম

‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ

নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পে ব্যাপক অনিয়ম

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফ লিটন

জয়পুরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

রাজশাহী মহানগর বিএনপি'তে সভাপতি মামুন, সম্পাদক রিটন

‎ পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

বারহাট্টায় সমবায় দিবস পালিত

ভোলায় বিএনপি বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, হামলা বিজেপি অফিস ভাংচুর আহত- ২০

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

কাউনিয়ায় ৫৪তম সমবায় দিবস পালন