পাবনা জেলা প্রশাসন আবারও নদীর কিছু অংশ লিজ দেয়ার উদ্যোগ নিয়েছে
পাবনা জেলা প্রশাসন জেলার বিভিন্ন নদীর বিভিন্ন অংশকে মাছ চাষের জন্য আবদ্ধ জলাশয় হিসেবে ইজারা দেয়ার জন্য একটি সার্কুলার জারি করেছে।
১৩ অক্টোবর, জেলা প্রশাসন জেলার আটটি উপজেলায় ২৬টি জলাশয়ের ইজারা ছয় বছরের জন্য দরদাতাদের আহ্বান জানিয়ে একটি সার্কুলার জারি করে। এই জলাশয়ের মধ্যে চারটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি ও পদ্মা সহ বিভিন্ন নদীর অংশ।
এর আগে, গত বছরের ১৪ জানুয়ারি ৬৩টি জলাশয় ইজারা দেয়ার জন্য আরেকটি সার্কুলার জারি করা হয়েছিল, যার মধ্যে ৩১টি নদীর অংশ ছিল; যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এব্যাপারে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করার পর এবং পরে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি ( বেলা) আইনি নোটিশ দেয়ার পর, প্রশাসন নদীর অংশ ইজারা বন্ধ করে দেয়।
গাম্প্রতিক সার্কুলার অনুসারে, পাবনা সদর উপজেলায় পদ্মা নদীর একটি শাখা পদ্মার কোলের ২১ একর এবং সাঁঁথিয়া উপজেলার তিনটি স্থানে ইছামতি নদীর ১০৭ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে।
যোগাযোগ করা হলে, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, তারা নিয়ম মেনে ঘেরা জলাশয়গুলো ইজারা দেয়ার জন্য সার্কুলার জারি করেছেন।
"আমরা যথাযথ সরকারি পদ্ধতি অনুসরণ করে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ একরের বেশি তালিকাভুক্ত জলাশয়গুলো ইজারা দেয়ার জন্য সার্কুলার জারি করেছি," তিনি উল্লেখ করেন।
নদীর অংশগুলো কেন ইজারা দেয়ার জন্য বিবেচনা করা হচ্ছে জানতে চাইলে, ডিসি দাবি করেন যে সেগুলো ইতোমধ্যেই সারা দেশের ঘেরা জলাশয়ের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার (২০ অক্টোবর) থেকে ইজারা প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দেয়া শুরু করেছেন এবং ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
"আইনি প্রক্রিয়া অনুসরণ করে, আমরা প্রকৃত জেলে সমিতিকে মাছ ধরার জন্য ইজারা প্রদান করবো বলে ডিসি আরও জানান।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ( বেড়া বিভাগ) মো: জাহিদুল ইসলাম বলেন, ইছামতি নদীর একটি অংশ নিবন্ধিত "জলমহাল" ( ঘেরা জলাশয়) তালিকায় অন্তর্ভুক্ত; তাই জেলা প্রশাসন ইজারা নেয়ার জন্য আবেদন করেছে।
একইভাবে পদ্মা নদীর অংশ এবং একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মাছ ধরার স্থান হওয়া সত্ত্বেও পদ্মার কোলও ইজারা দেয়া হচ্ছে।
জেলা প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করে বেলার রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় সান্যাল বলেন, বিদ্যমান আইন অনুসারে, নদীর কিছু অংশ ইজারা দেয়ার কোনও সুযোগ নেই।
তিনি আরো বলেন,"৩ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে আদালতের রায় অনুসারে, সমস্ত নদীকে বৈধ সত্তা বা জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করা হয়েছে। কেউ আইন অনুসারে নদীতে প্রবেশাধিকার সীমাবদ্ধ করতে পারে না বা রাজস্বের জন্য নদীর কিছু অংশ বা শাখা ইজারা দিতে পারে না।"
এমএসএম / এমএসএম
আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা
সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম
চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আসলাম চৌধুরী
খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি
নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
’ম্যানেজে’ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার
মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী মিঠুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: ক্ষুদ্ধ নেতাকর্মীরা
মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন করলো বন বিভাগ
মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস
কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন