ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

পাবনা জেলা প্রশাসন আবারও নদীর কিছু অংশ লিজ দেয়ার উদ্যোগ নিয়েছে


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২-১১-২০২৫ দুপুর ৪:২৫

পাবনা জেলা প্রশাসন জেলার বিভিন্ন নদীর বিভিন্ন অংশকে মাছ চাষের জন্য আবদ্ধ জলাশয় হিসেবে ইজারা দেয়ার জন্য একটি সার্কুলার জারি করেছে।
১৩ অক্টোবর, জেলা প্রশাসন জেলার আটটি উপজেলায় ২৬টি জলাশয়ের ইজারা ছয় বছরের জন্য দরদাতাদের আহ্বান জানিয়ে একটি সার্কুলার জারি করে। এই জলাশয়ের মধ্যে চারটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি ও পদ্মা সহ বিভিন্ন নদীর অংশ।
এর আগে, গত বছরের ১৪ জানুয়ারি ৬৩টি জলাশয় ইজারা দেয়ার জন্য আরেকটি সার্কুলার জারি করা হয়েছিল, যার মধ্যে ৩১টি নদীর অংশ ছিল; যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এব্যাপারে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করার পর এবং পরে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি ( বেলা) আইনি নোটিশ দেয়ার পর, প্রশাসন নদীর অংশ ইজারা বন্ধ করে দেয়।
গাম্প্রতিক সার্কুলার অনুসারে, পাবনা সদর উপজেলায় পদ্মা নদীর একটি শাখা পদ্মার কোলের ২১ একর এবং সাঁঁথিয়া  উপজেলার তিনটি স্থানে ইছামতি নদীর ১০৭ একর জমি অন্তর্ভুক্ত রয়েছে।
যোগাযোগ করা হলে, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, তারা নিয়ম মেনে ঘেরা জলাশয়গুলো ইজারা দেয়ার জন্য সার্কুলার জারি করেছেন।
"আমরা যথাযথ সরকারি পদ্ধতি অনুসরণ করে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ একরের বেশি তালিকাভুক্ত জলাশয়গুলো ইজারা দেয়ার জন্য সার্কুলার জারি করেছি," তিনি উল্লেখ করেন।
নদীর অংশগুলো কেন ইজারা দেয়ার জন্য বিবেচনা করা হচ্ছে জানতে চাইলে, ডিসি দাবি করেন যে সেগুলো ইতোমধ্যেই সারা দেশের ঘেরা জলাশয়ের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার (২০ অক্টোবর) থেকে ইজারা প্রার্থীরা অনলাইনে আবেদন জমা দেয়া শুরু করেছেন এবং ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।
"আইনি প্রক্রিয়া অনুসরণ করে, আমরা প্রকৃত জেলে সমিতিকে মাছ ধরার জন্য ইজারা প্রদান করবো বলে ডিসি আরও জানান।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ( বেড়া বিভাগ) মো: জাহিদুল ইসলাম বলেন, ইছামতি নদীর একটি অংশ নিবন্ধিত "জলমহাল" ( ঘেরা জলাশয়) তালিকায় অন্তর্ভুক্ত; তাই জেলা প্রশাসন ইজারা নেয়ার জন্য আবেদন করেছে।
একইভাবে পদ্মা নদীর অংশ এবং একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক মাছ ধরার স্থান হওয়া সত্ত্বেও পদ্মার কোলও ইজারা দেয়া হচ্ছে।
জেলা প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করে বেলার রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় সান্যাল বলেন, বিদ্যমান আইন অনুসারে, নদীর কিছু অংশ ইজারা দেয়ার কোনও সুযোগ নেই।
তিনি আরো বলেন,"৩ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে আদালতের রায় অনুসারে, সমস্ত নদীকে বৈধ সত্তা বা জীবন্ত সত্তা হিসাবে ঘোষণা করা হয়েছে। কেউ আইন অনুসারে নদীতে প্রবেশাধিকার সীমাবদ্ধ করতে পারে না বা রাজস্বের জন্য নদীর কিছু অংশ বা শাখা ইজারা দিতে পারে না।"

এমএসএম / এমএসএম

চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ

‎সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ

চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়

জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি

কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার

মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ

পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

বড়লেখায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার

জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ