ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সন্দ্বীপে রেডিও স্টেশন স্থাপনে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের আগমন, মতবিনিময় সভা ও স্টেশনের জন্য স্থান পরিদর্শন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৩-১১-২০২৫ বিকাল ৫:২৭

চট্টগ্রামের উপকূলীয় উপজেলা সন্দ্বীপে একটি রেডিও স্টেশন স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বেতারের উচ্চপদস্থ কর্মকর্তারা ৩ নভেম্বর (রবিবার) সকালে সন্দ্বীপ সফর করেন।

সন্দ্বীপ আগমনের পর তারা প্রথমে সন্দ্বীপ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন কবি ও গীতিকার কাজী শামসুল আহসান খোকন,নাট্যকার আবুল কাশেম শিল্পী।প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, সহ-সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ মোহন,সিনিয়র সদস্য  সদস্য ইসমাইল হোসেন মনি,দপ্তর সম্পাদক আলী হোসেন।

মতবিনিময় সভায় বেতারের কর্মকর্তারা জানান—
 “সন্দ্বীপে একটি পূর্ণাঙ্গ রেডিও স্টেশন স্থাপনের বিষয়ে বাংলাদেশ বেতার ইতোমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ প্রকল্প বাস্তবায়নে স্থান নির্ধারণের কাজই এখন প্রধান ধাপ।”

সভায় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিরা সম্ভাব্য স্থানের বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। সভা শেষে সবার প্রস্তাবের নিরিখে কর্মকর্তারা রহমতপুরে একটি, মুছাপুরে তিনটি এবং পৌরসভায় একটি স্থানসহ মোট পাঁচটি জায়গা পরিদর্শন করেন।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) চট্টগ্রামে সরকারি মিটিংয়ে থাকায়, কর্মকর্তারা তাঁদের প্রতিনিধি হিসেবে এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার, বিশিষ্ট ছড়াকার  সাজিদ মোহন এবং সাংবাদিক বাদল রায় স্বাধীন-এর সহায়তায় এসব সাইট পরিদর্শন সম্পন্ন করেন।

পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান— “পর্যবেক্ষিত পাঁটিটি স্থানের মধ্যে একটি স্থান চূড়ান্ত করে জমি ক্রয় ও অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।”

তারা আরও বলেন,“সন্দ্বীপ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকা। এখানে একটি রেডিও স্টেশন স্থাপিত হলে স্থানীয় জনগণ দুর্যোগকালীন সতর্কতা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি সংক্রান্ত তথ্য দ্রুত পাবে, যা সচেতনতা ও উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন—
“সন্দ্বীপ প্রেসক্লাব বহু আগে থেকেই রেডিও স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছে। অতীতে চট্টগ্রাম বেতারের কর্মকর্তারা সন্দ্বীপ সফরে এসে প্রেসক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ দাবি সমর্থন করেছিলেন। এমনকি বিশিষ্ট বেতার সংগঠক দিদারুল ইকবালের উপস্থিতিতে এখানে ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব’-এর একটি শাখা সংগঠনও গঠিত হয়েছিল।”

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ সফর ও সিদ্ধান্তের মাধ্যমে সন্দ্বীপে দীর্ঘদিনের প্রত্যাশিত রেডিও স্টেশন স্থাপনের পথ উন্মুক্ত হয়েছে। সন্দ্বীপ প্রেসক্লাব এ উদ্যোগে সর্বতোভাবে সহযোগিতা করবে এবং বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন

আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম

আত্রাইয়ে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর গণসংযোগে নেতাকর্মীদের ঢল

বেনাপোল বন্দরে শুল্কফাঁকির পার্টসের চালান জব্দ

রাজস্থলীতে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা এস এম ইমাম উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

কুড়িগ্রামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারনা শুরু

কুমিল্লায় নির্বাচনি প্রচারে মাঠে প্রার্থীরা

রাঙ্গামাটিতে সিএনজির উপর মালবাহী ট্রাক চাপায় এক নারী যাত্রী নিহত

শালিখায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত

মান্দায় গরীবের সম্বল কেড়ে নিলেন- এক ইউপি সদস্য

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল