মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও পাহাড়তলী আংশিক আকবরশাহ) আসনে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে সীতাকুণ্ড। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন তালিকা ঘোষণার পর ক্ষুব্ধ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে।
উপজেলার ভাটিয়ারী, জলিল গেইট, বার আউলিয়া, বাড়বকুণ্ড, সলিমপুর, কুমিরা, সোনাইছড়ি, পৌরসভা, বড়দারো হাট সহ অন্তত ১৫ থেকে ২০টি স্থানে নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। টায়ারে আগুন জ্বালিয়ে তারা আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দিতে থাকেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
এ সময় মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে ঢাকা-চট্টগ্রামের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকে শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি। জনদুর্ভোগে পড়ে। এদিকে রাত ৮টার পর রেল লাইনের সীতাকুণ্ড অঞ্চলের বিভিন্ন স্থানে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। এতে সীতাকুণ্ডের সঙ্গে ঢাকা ও সিলেটের উভয় লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার আতিকুর রহমান।সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক জানান, পাহাড়তলী থেকে সীতাকুণ্ড পর্যন্ত অন্তত ৭-৮টি স্থানে আগুন জ্বালানো দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেছেন। অন্তত ১৫টি পয়েন্টে আগুন জ্বালানো ও বিক্ষোভের খবর পেয়েছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একই বক্তব্য জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান। এই রিপোর্ট লেখা (রাত ১০ টা) পর্যন্ত মহাসড়ক ও রেল লাইনে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ আছে।
উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরী দীর্ঘ নয় বছর কারাভোগ করেছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি সীতাকুণ্ডে বিএনপির সবচেয়ে জনপ্রিয় ও ত্যাগী নেতা। অথচ তার বদলে অন্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা হাইকমান্ডের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ
তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল
নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু
গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান
নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু
ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা
বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা
দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ