ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ভুক্তভোগীর পরিবারকে অবহেলা, রায়গঞ্জে ধর্ষণকাণ্ডে সামাজিক ক্ষোভ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ১:১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ পাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগের পরও পুলিশ এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধানগড়া ইউনিয়নের গুনগাতী গ্রামের ওই কিশোরী উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
প্রায় দুই মাস ধরে একই গ্রামের মৃত আয়ুব আলী আকন্দের ছেলে বায়েজিদ আকন্দ প্রেমের প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল।
এরই এক পর্যায়ে গত ২৮ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই যুবক কৌশলে মেয়েটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পরিবারের।
পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটির পিতা মৃত হৃদয় বাবু বেশ কয়েক বছর আগে মারা গেছেন এবং মা আকলিমা বেগম ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। সংসারের অভাব-অনটনের মধ্যে মেয়েটি গ্রামের বাড়িতেই দাদির কাছে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। পরিবারের দাবি, আর্থিক ও সামাজিক দুরবস্থার সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক প্রভাব খাটিয়ে ঘটনাটি ঢামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
ঘটনার পরপরই স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি ‘মীমাংসা’ করার চেষ্টা করা হয়, কিন্তু ভুক্তভোগীর পরিবারকে ন্যায়বিচার না দিয়ে বৈঠক থেকে অভিযুক্তকে পুলিশ নিয়ে গিয়ে রাস্তায় ছেড়ে দেয়।
পরবর্তীতে ভুক্তভোগীর চাচা ইমরান হোসেন বাবলু রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগের পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে পরিবার অভিযোগ করেছে।
ভুক্তভোগীর চাচা ইমরান হোসেন বাবলু বলেন, “আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বরং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে। আমরা ন্যায়বিচার চাই।”
স্থানীয় বাসিন্দা মো. আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, এ ঘটনায় পারিবারিকভাবে মীমাংসার চেষ্টায় সালিশি বৈঠক বসানো হয়েছিল। সেখানে অভিযুক্ত যুবক তার অপরাধ স্বীকারও করেছে। বৈঠক চলাকালে থানা পুলিশ এসে ওই যুবককে অপহরণ করে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে বলে তাকে নিয়ে যায়। এ ঘটনায় থানা পুলিশ পরে আর তদন্তে এলাকায় আসেনি।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় নারী ও শিশু অধিকার কর্মীরা বলছেন, “ধর্ষণের মতো ঘটনায় প্রশাসনের নীরবতা হতাশাজনক। দ্রুত আইনি ব্যবস্থা না নিলে এর প্রভাব ভয়াবহ হতে পারে।”
বর্তমানে ভুক্তভোগী কিশোরী সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি রয়েছেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা ও ঘটনার দিন সালিশি বৈঠক থেকে অভিযুক্তকে উদ্ধার করা এসআইয়ের মুঠোফোন বারবার ফোন করা হলেও তাদের ফোনটি রিসিভ হয়নি।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো গুনগাতী ও আশপাশের এলাকায় ক্ষোভের পাশাপাশি উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Aminur / Aminur

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা