ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

কেজিডিসিএল'র শ্রমিক লীগ নেতারা এখন শ্রমিক দলে, কর্মীদের মাঝে ক্ষোভ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:৭

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (কেজিডিসিএল) আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে অনিয়ম দুর্নীতি অবৈধ গ্যাস সংযোগ, গ্যাস চুরি, নিয়োগ বাণিজ্য, ভুয়া বিল ভাউচার বানানোসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন শ্রমিক লীগের দাপুট দেখিয়ে সিবিএ নেতারা। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর সাথে সাথে চক্রটি শ্রমিক দল সেঁজে আগের মত বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। অফিস স্টাফ কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ স্টাফদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শ্রমিক লীগের কমিটি থেকে পদত্যাগ না করে রাতারাতি স্বঘোষিত শ্রমিক দলের সভাপতি মো, শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দীন পরিচয় দেয়ায় এ নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশনের মধ্যে ক্ষোভ উত্তেজনা দেখা দিয়েছে। শ্রমিক লীগ নেতা শ্রমিক দল সেঁজে পেট্টোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চেয়ারম্যান ড. নুরুন্নাহার চৌধুরী এনডিসিকে স্বাগত জানিয়ে শুক্রবার রাতের আঁধারে কর্ণফুলী গ্যাস অফিসের প্রধান  কার্যালয়ের দেয়ালে ব্যানার টাঙ্গানোর ঘটনায় কর্তৃপক্ষও বিব্রত বলে জানা গেছে।
 জাতীয় শ্রমিক লীগের অধিনে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে শ্রমিক লীগ নেতা শরিফ এবং মহিউদ্দীনের বিরুদ্ধে। তারা পট পরিবর্তনের সাথে সাথে রাজনীতি পাল্টানোর ঘটনায় বিব্রত অবস্থায় পড়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির শ্রমিক লীগ নেতা শ্রমিক দল পরিচয় দিয়ে ব্যানার টাঙ্গানোর বিষয়ে জানার জন্য মোহাম্মদ শরিফুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও মোবাইলে পাওয়া যায়নি। 
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী জানান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে শ্রমিক দলের কোন কমিটি নেই, সেখানে শ্রমিক দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, যেখানে বিগত ১৭ বছর আওয়ামী লীগের সময়ে জেল জুলুম নির্যাতনের শিকার হওয়াদের কমিটিতে জায়গা দিতে পারছি না আমরা, সেখানে শ্রমিক লীগের কেউ শ্রমিক দল সাঁজার সুযোগ নেই, যদি সংগঠনের নাম ব্যবহার করে থাকেন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিয়ে আমাদের কাছে রির্পোট করার।

Aminur / Aminur

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন