বিএডিসির প্রকল্প: চট্টগ্রামের গাড়ি ঢাকায়, মেরামতের নামে অর্থ আত্মসাৎ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে চট্টগাম ও কক্সবাজার জেলায় ভূউপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের (চকসেউপ্র) গাড়ি ব্যবহারে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে প্রকল্পের পরিচালক (পিডি) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলামের বিরুদ্ধে। চট্টগ্রামের প্রকল্পের জন্য বরাদ্দকৃত গাড়ি ঢাকায় নিয়ে পারিবারিক কাজে ব্যবহার ও সেখানে একাধিক প্রতিষ্ঠানে মেরামতের নাম দিয়ে প্রকল্প থেকে বিল তুলে আত্মসাৎ করেছেন যা সম্পূর্ণ আইনবহির্ভূত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, সরকারি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার জন্য বরাদ্দকৃত গাড়ি শুধুমাত্র প্রকল্পের কাজে প্রকল্প এলাকায় নিজে ব্যবহার করার বিধান রয়েছে। এই গাড়ি অন্যকোন ব্যক্তির ব্যবহার করার নিয়ম নেই। এমনকি এই গাড়ি নিয়ে প্রকল্প এলাকার বাইরেও যেতে পারবে না। তবে প্রকল্পের পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম তার ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে বিভিন্ন সময় ঢাকায় নিয়ে গেছেন এবং পারিবারিক কাজে ব্যবহার করেছেন। শুধু তাই নয়, যত্রতত্র ব্যবহার করে ঢাকায় মেরামতের নামে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। যা আইনের পরিপন্থী ও ক্ষমতার অপব্যবহার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, বিগত ২০২৩ সালের ১১ জুন পিডির গাড়ি মেরামত ও সংরক্ষণ বাবদ ২৩৯৮০ টাকা বিল নং (১০৫), ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ২৫ হাজার টাকা (বিল নং ১০৭) বিল আদায় করেছেন। আবার একইদিনে অর্থাৎ ৫/৯/২০২৫ইং (বৃহস্পতিবার) ঢাকা শহরের মিরপুর এলাকার রাজধানী মটর ওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠানের নামে ২০ হাজার টাকার (বিল নং ১১৩) একটি বিল করেছেন। সেখানেও মোটরযান মোটরযান মেরামত ও সংরক্ষণের কথা বলা হয়েছে। ৩১ মার্চ ২০২৪ ইং (রোববার) ঢাকার রাজধানী মটর ওয়ার্কস এর নামে (বিল নং ১২১) ১৯,৯০০ টাকা বিল নিয়েছেন। ৬ এপ্রিল ২৪ (শনিবার) ১৯৬ নং বিল মূলে মিরপুরের নিউ ফ্রেন্ডস অটোমোবাইলস নামের একটি প্রতিষ্ঠানের নামে মোটরযান মেরামত ও সংরক্ষণ বাবদ ২৫ হাজার টাকা এবং একই দিনে সেই একই প্রতিষ্ঠানের নামে ১৯৮, ২০০ ও ২০২ নং বিলমূলে ২৫ হাজার টাকা করে আরো ৩টি বিল দেয়া হয়েছে। অর্থাৎ একদিনে তাও আবার সরকারি ছুটিতে ঢাকার একই প্রতিষ্ঠানের নামে ২৫ হাজার টাকা করে ৪টি বিলে মোট ১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। আবার গত বছরের ১৩ জুন (বৃহস্পতিবার) ২২৬ নং বিলমূলে মোটরযান মেরামত ও সংরক্ষণ বাবদ ২৪৬০০ টাকা এবং একই দিনে ঢাকার মিরপুরের রাজধানী মটর ওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠানের নামে ২২৩ নং বিলমূলে ২৪৯৫০ টাকা তুলে নিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম। এটা শুধু পিডির ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে যেটি হয়েছে তার হিসেবটা দেয়া হলো। এভাবে প্রতিবছর নিয়ম না মেনে যেমন গাড়ি ব্যবহার করছেন তিনি আবার মেরামতের নাম দিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ করছে সগৌরবে।
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং চট্টগাম ও কক্সবাজার জেলায় ভূউপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের পিডি প্রকৌশলী মো. নুরুল ইসলামের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেনি। হোয়াটসঅ্যাপে বার্তা দিয়েও কোন জবাব পাওয়া যায়নি।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রকৌশলী মো. নুরুল ইসলাম শুধু গাড়িই নয়, প্রকল্পের পাইপ কেনা, খাল খনন ও পুনঃখননে ব্যাপক অনিয়মের অভিযোগ অঅছে তার বিরুদ্ধে। নিজের পরিবারের সদস্যদের ফার্মকে দিয়ে কাজ করাচ্ছেন। আবার অন্যেও নাম দিয়ে নিজেই ঠিকাদারি ব্যবসার করছেন নিজ প্রকল্পে। উদাহরণস্বরূপ বলেন, তার প্রকল্পে বেশিরভাগ কাজ করছেন ঢাকা ও কুমিল্লার লোক। অথচ চট্টগ্রামের প্রকল্প চট্টগ্রামের লোকেরা তেমন একটা জানেওনা। আর যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায় তার অস্তিত্ব নিয়ে সন্দেহ করছেন অনেকে।
Aminur / Aminur
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক
বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী