ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ঘুষ-দুর্নীতি আর অনিয়মের আখড়া বেড়া নির্বাচন অফিস কার্যালয়


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৩:৩৯

বেড়া উপজেলার নির্বাচন অফিস ঘুষ, দুর্নীতি আর অনিয়মের আখড়া। টাকা ছাড়া মেলে না সেবা, অভিযোগ ভুক্তভোগীদের। এমন কি সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ চাওয়ার প্রতিবাদে সেবা গ্রহীতা ও কর্মকর্তা কে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে অহরহ । সরেজমিনে দেখা যায় ভোটার কার্ড সংশোধনের নামে সেবা গ্রহীতা কে অযথা হয়রানি করা হয়। বয়স সংশোধনে ইচ্ছে মাফিক টাকা দাবি করা হয়। এছাড়াও নামের বানানে ভুল ও ছবি তুলতে টাকা দাবির করা হয়। দাবি কৃত টাকা কর্মকর্তা কে  না দিলে নানা অজুহাতে অফিসে ঘুরেও কাজ 
করানো সম্ভব হয়ে ওঠে না। 

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সেবা গ্রহণকারী শতাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়,বয়স সংশোধন, নাম ও পিতা-মাতার নাম সংশোধন সংক্রান্ত যেকোন কাজই করতে হয় উৎকোচের মাধ্যমে। প্রত্যাশিত উৎকোচ প্রদান করলে কোন কাজই যেন অসম্ভব নয় এই অফিসটি তে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া উপজেলার এক নাগরিক জানান, আমার ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের কর্মকর্তাদের ২২ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। 

বেড়া উপজেলার সাফুল্লাহ পাড়া গ্রামের  জাহাঙ্গীর আলম জানান, তার ভোটার আইডি কার্ডে বয়স দশ বছর বেশি ছিলো সার্টিফিকেট থেকে । বয়স সংশোধনের জন্য নির্বাচন অফিসে গেলে ১০ হাজার টাকা দাবি করেন । পরবর্তীতে ভোটার আইডি কার্ডের বয়স আর সংশোধন করা হয়নি। বর্তমানে বিভিন্ন জায়গায় এ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বাটিয়াখড়া এলাকার এক ব্যক্তি জানান, জরুরী প্রয়োজনে আমার ভোটার আইডি কার্ড সংশোধন করতে গিয়েছিলাম। কিন্তু অফিসের কর্মকর্তাদের ঘুষ দিতে হয়েছে। 

এবিষয়ে  উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর লিমন কুমার সরকার গণমাধ্যম কর্মীদের বলেন, কারও নিকট থেকে ঘুষ নেওয়ার কোন প্রমাণ নেই। এবারের মত ক্ষমা করে দেন। 

বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ রহিম অনিয়মের সত্যতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান। তিনি আরও বলেন এ উপজেলায় যোগদান করার পরই বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হয়েছে। এর মধ্যে যেহেতু ঘুষ চাওয়ার ঘটনায় বাকবিতণ্ডার মত ঘটনা ঘটেছে অফিস প্রধান হিসেবে এর দায় আমি এড়াতে পারি না। অভিযুক্ত লিমন কুমার সরকার কে সতর্ক করা হয়েছে। 

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা