রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা
সিরাজগঞ্জের রায়গঞ্জের হাড়নী গ্রামের ছোট একটি খাল—ছোট হলেও মানুষের জীবনকে করেছে দফায় দফায় ঝুঁকিপূর্ণ। ৫০টি গ্রাম, প্রায় অর্ধলাখ মানুষ প্রতিদিনই এই খাল পারাপারের ঝুঁকিতে দিন কাটাচ্ছে। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়েছে, কিন্তু গ্রামের মানুষ এখনও নিরাপদ সেতুর স্বপ্ন দেখছেন।
শিক্ষার্থী মো. পারভেজ আলী ও মো. রায়হান ইসলাম বলেন, “খালের পশ্চিম পাড়ের মানুষরা বাজার, হাসপাতাল, হাট, স্কুল-কলেজ যেতে হলে হাত দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করতে বাধ্য। ফসল বাজারে পৌঁছাতে অতিরিক্ত সময় ও ডাবল ভাড়া দিতে হয়।”কৃষক আব্দুল কাইয়ুমের কষ্টও কম নয়। তিনি বলেন, “সেতু থাকলে আমাদের ফসল সহজে বাজারজাত করা যেত, আর অতিরিক্ত ভাড়া দিতে হতো না।”
অটোরিকশা চালক মনিরুল ইসলাম যোগ করেন, “উপজেলা শহরে যাতায়াত এখন অনেক কঠিন হয়ে গেছে। প্রতিদিন আমাদের জন্য এটি এক বড় সমস্যা।”স্থানীয়রা অভিযোগ করছেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এসে উন্নয়নের কথা বলেন, ভোট নেন, কিন্তু পরে কাজের দেখা মেলে না। ভুক্তভোগী আব্দুল কাইয়ুম বলেন, “প্রতিবার নির্বাচনের আগে তারা আমাদের সঙ্গে দেখা করেন, সেতু বানাবেন বলেন। ভোট হয়ে গেলে আর কেউ আসে না।”এই অভিজ্ঞতা মানুষদের মধ্যে হতাশা ও আক্ষেপ তৈরি করেছে।
রায়গঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান,“দ্রুত সময়ের মধ্যে মাদার তলা বিল পাড় গ্রামের খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রামের মানুষরা আশাবাদী। তারা মনে করছেন, সেতু তৈরি হলে যাতায়াত সহজ হবে, সময় ও খরচ কমবে, এবং গ্রামের অর্থনীতি ও শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের দুর্ভোগের সমাধান বাস্তবায়িত হলে, এই ছোট খাল হয়তো মানুষের জীবনে এক বড় স্বস্তির পথ খুলে দেবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ
তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল
নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু
গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান
নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু
ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা
বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা
দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ