রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা
সিরাজগঞ্জের রায়গঞ্জের হাড়নী গ্রামের ছোট একটি খাল—ছোট হলেও মানুষের জীবনকে করেছে দফায় দফায় ঝুঁকিপূর্ণ। ৫০টি গ্রাম, প্রায় অর্ধলাখ মানুষ প্রতিদিনই এই খাল পারাপারের ঝুঁকিতে দিন কাটাচ্ছে। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়েছে, কিন্তু গ্রামের মানুষ এখনও নিরাপদ সেতুর স্বপ্ন দেখছেন।
শিক্ষার্থী মো. পারভেজ আলী ও মো. রায়হান ইসলাম বলেন, “খালের পশ্চিম পাড়ের মানুষরা বাজার, হাসপাতাল, হাট, স্কুল-কলেজ যেতে হলে হাত দিয়ে তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করতে বাধ্য। ফসল বাজারে পৌঁছাতে অতিরিক্ত সময় ও ডাবল ভাড়া দিতে হয়।”কৃষক আব্দুল কাইয়ুমের কষ্টও কম নয়। তিনি বলেন, “সেতু থাকলে আমাদের ফসল সহজে বাজারজাত করা যেত, আর অতিরিক্ত ভাড়া দিতে হতো না।”
অটোরিকশা চালক মনিরুল ইসলাম যোগ করেন, “উপজেলা শহরে যাতায়াত এখন অনেক কঠিন হয়ে গেছে। প্রতিদিন আমাদের জন্য এটি এক বড় সমস্যা।”স্থানীয়রা অভিযোগ করছেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এসে উন্নয়নের কথা বলেন, ভোট নেন, কিন্তু পরে কাজের দেখা মেলে না। ভুক্তভোগী আব্দুল কাইয়ুম বলেন, “প্রতিবার নির্বাচনের আগে তারা আমাদের সঙ্গে দেখা করেন, সেতু বানাবেন বলেন। ভোট হয়ে গেলে আর কেউ আসে না।”এই অভিজ্ঞতা মানুষদের মধ্যে হতাশা ও আক্ষেপ তৈরি করেছে।
রায়গঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান,“দ্রুত সময়ের মধ্যে মাদার তলা বিল পাড় গ্রামের খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রামের মানুষরা আশাবাদী। তারা মনে করছেন, সেতু তৈরি হলে যাতায়াত সহজ হবে, সময় ও খরচ কমবে, এবং গ্রামের অর্থনীতি ও শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের দুর্ভোগের সমাধান বাস্তবায়িত হলে, এই ছোট খাল হয়তো মানুষের জীবনে এক বড় স্বস্তির পথ খুলে দেবে।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ২১লক্ষ টাকা বিদেশি সিগারেট অবধৈ পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪
কালিয়ায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের মেগা জয়েন্ট প্রজেক্টে উন্নয়ন উপকরণ বিতরণ
রায়গঞ্জের সাবেক ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ
লোহাগড়ায় কিশোরের লাশের পাশে ‘চার কাঁধি সুপারি’: রহস্যে ঘেরা মৃত্যু তদন্তে পুলিশ
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
জয়পুরহাট জাতীয় ছাত্রশক্তির ৪৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন
ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ, ব্যাগ খুলে মিলল একনলা বন্দুক-পাইপগান
গাসিকে নাগরিক সেবার মান উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়
যে কোনো মূল্যে সমাজকে মাদকমুক্ত করব: ঠাকুরগাঁও পুলিশ সুপার
পাহাড়ের উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে সন্ত্রীদের কঠোর হস্তে দমন করা হবে: ব্রিগেডিয়া জেনারেল মোহাম্মদ নাজমুল হক
তানোরে নবান্ন ও বীজ বিনিময় উৎসব-১৪৩২ অনুষ্ঠিত