ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৪-১১-২০২৫ বিকাল ৫:৪১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ৯ (কোতোয়ালি -বাকলিয়- চকবাজার আংশিক) আসনে বিএপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল আলমকে   মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছে ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবির কথা জানানো হয়েছে। 
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরের স্থানীয় মানুষের বসতি বৃহত্তর বাকলিয়া বেশি। চট্টগ্রামে ১৯৭৮ সালের পর থেকেই এই বাকলিয়া বিএনপির ঘাঁটি হিসেবে অধিক পরিচিত। বাকলিয়ার ভোটেই এ পর্যন্ত ১৯৯১, ২০০১সালে এ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী পর্যন্ত হয়েছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৯ আসনের ভাগ্য নির্ধারণ হয় বেশির ভাগ ক্ষেত্রেই স্থানীয় ভোটারদের ভোটে। ২০০৮ সালের সেনা সমর্থিত সরকারের নিয়ন্ত্রানাধীন নির্বাচনে তৎকালীন চট্টগ্রাম-৮ আসনে (বর্তমানে ৯) বিএনপি’র মনোনীত চারদলীয় জোটের প্রার্থী ছিলেন ইলিয়াস ব্রাদাসের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আলহাজ্ব মো. শামসুল আলম। এই নির্বাচনে বিএনপির পক্ষে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ভোট পাওয়ার পরও নিয়ন্ত্রিত সেনা সমর্থিত সরকার তাকে জয়লাভ করতে সুযোগ দেয় নি। এবং পরবর্তীতে পতিত আওয়ামী লীগ সরকার দীর্ঘ সাড়ে ১৫ বছর আলহাজ্ব শামসুল আলম এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ক্ষতি সাধন করেছেন। একমাত্র অপরাধ তিনি বিএনপি থেকে নির্বাচন করেছেন। উল্লেখ্য যে, ইলিয়াস ব্রাদাসের পরিবার স্বাধীনতা পরবর্তীতে সারা বাংলাদেশে একটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক ও দানবীর হিসেবে অধিক পরিচিত। এই পরিবারের সদস্য হিসেবে আলহাজ্ব শামসুল আলম ডজন খানেক রাজনৈতিক মামলা সহ ব্যবসা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক মামলায় জড়িয়ে হয়রানির শিকার হয়েছেন। এই আসনে বিএনপির পক্ষ থেকে আলহাজ্ব শামসুল আলম ব্যাপক সামাজিক কাজকর্ম সহ রাজনৈতিক সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে। চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী হিসেবে তিনি যোগ্য ও ত্যাগী। সে হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম বাসীর কল্যাণে কাজ করার জন্য তাকে মনোনীত করার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রামের ১৫টি সংগঠন। সংগঠনগুলো যথাক্রমে ঃ চট্টগ্রাম সাংস্কৃতিক ঐক্যজোট, চট্টগ্রাম ক্রীড়াঙ্গণ বাঁচাও আন্দোলন, সেইভ দ্যা খাতুনগঞ্জ, খাতুনগঞ্জ তৃণমূল ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সমিতি, চট্টগ্রাম বাইন্ডিং শ্রমিক এসোসিয়েশন, চট্টগ্রাম পোশাক শ্রমিক সংগঠন, চট্টগ্রাম অটো রিক্সা চালক সমিতি, চট্টগ্রাম কচি-কাচার মেলা, চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ পরিষদ, কর্ণফুলী নদী রক্ষা সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম ফার্নিচার শিল্প শ্রমিক সংগঠন, চট্টগ্রাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণ পরিষদ, চট্টগ্রাম ইমাম মোয়াজ্জিম কল্যাণ ফোরাম, সিআরবি রক্ষা সংগ্রাম পরিষদ এবং হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ পরিবার।

এমএসএম / এমএসএম

আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের

গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়

নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান

‎সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ

হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল

রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা