ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ

দীর্ঘদিন অবহেলার পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-১১-২০২৫ দুপুর ৩:৫৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি বায়েজিদ আকন্দকে অবশেষে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইন সংস্করণে “ভুক্তভোগীর পরিবারকে অবহেলা, রায়গঞ্জে ধর্ষণকাণ্ডে সামাজিক ক্ষোভ” শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নড়াচড়া দেখা যায়।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানার নিকট মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি বক্তব্যের বিষয়টি শুনে কোন জবাব না দিয়ে ফোনটি কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও আর রিসিভ হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলাটির তদন্তে নতুন করে গতি এসেছে। ইতিমধ্যে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করা হয়েছে এবং সাক্ষ্যপ্রমাণ যাচাই চলছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, সংবাদ প্রকাশের পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে তারা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান।
ভুক্তভোগীর চাচা ইমরান হোসেন বাবলু বলেন, “আমরা অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছি। প্রশাসন যদি আগে এমন ব্যবস্থা নিত, তাহলে হয়তো এত দেরি হতো না। এখন আমরা আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাই।”
এদিকে, স্থানীয় সচেতন মহল ও নারী অধিকার সংগঠনগুলো ধর্ষণ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় বিচার প্রক্রিয়া সম্পন্নের দাবি জানিয়েছেন। তারা বলেন, “এই ঘটনায় যেভাবে সমাজের প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, তা একটি বিপজ্জনক দৃষ্টান্ত। প্রশাসনকে ভবিষ্যতে এমন অবহেলা না করার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। “আইনের বাইরে কেউ নয়। আমরা নিশ্চিত করছি, তদন্তের ভিত্তিতে দ্রুত চার্জশিট দেওয়া হবে।”

Aminur / Aminur

দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল

বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ

দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহমেদের যোগদান

দীর্ঘদিন অবহেলার পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

রাণীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু

জুলাই বিপ্লবের মুখ্য বিষয় ছিল বৈষম্যের বিরোধ, পূর্বধলায় গণসমাবেশে মামুনুল হক

বেড়া'য় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড।

রায়পুর ভূমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা মিলছেনা সেবা

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা