দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল
অনিয়ম ও দুর্নীতির পর পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার শেখ হাসিনাকেও হার মানিয়েছেন বরগুনা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) শহিদুল ইসলাম। তিনি প্রতিটি ডিলারকে চুষে খাচ্ছেন। আর এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। সম্প্রতি বরগুনার ৩৫ জন খাদ্যবান্ধব ডিলারের কাছ প্রতি মাসে মাস্টার রোল বাবদ ৭০ হাজার টাকা উৎকোচ নেয়ার পর বিষয়টি টক আব দ্যা টাউনে পরিনত হয়। আর এ উৎকোচ গ্রহণে সরাসরি সহায়তা করেন একই অফিসের (বি—মেকানিক্যাল) মোঃ মামুন এর আপন বড় ভাই ফিরোজ এবং নৈশ প্রহরী রাসেল উদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, প্রথমে ডিলারদের কাছ থেকে টাকা তোলেন ফিরোজ। তিনি দেন নৈশ প্রহরী রাসেল উদ্দিনের কাছে এবং রাসেল দেন টিসিএফ শহিদুল ইসলাম এর হাতে। আর এভাবেই তারা সিন্ডিকেট করে অফিসকে জিম্মি করে রাখছেন বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানাগেছে, সারা দেশের ন্যায় বরগুনা সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীতে কার্ডের মাধ্যমে খাদ্য শস্য (চাল) বিতরণ কার্যক্রম চলছে। কিন্তু প্রতি কার্ডে মাসের খাদ্য শস্য বিতরণের পর নতুন কার্ড বিতরণ করা আবশ্যক হলেও, গত মাসের খাদ্য শস্য বিতরনের পর কার্ডের ঘরগুলো পূরণ হয়ে গেলে নতুন করে ভোক্তাদের কার্ড প্রদান না করায় তালিকাভূক্ত ভোক্তা চাল না পেলেও অভিযোগ করার কোন উপায় নেই। কারন ভোক্তার নিকট খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ড নেই। আর কার্ড না থাকায় ডিলারগণ চাল কালোবাজারে বিক্রির সুযোগ পাচ্ছেন। আর এ সুবিধাকে কাজে লাগিয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডিলার প্রতি ২/৩ হাজার টাকা করে উৎকোচ নিতে পারছেন।
২০২৪ সালের জানুয়ারী মাসে বরগুনা সদর উপজেলার ২০০ জন নতুন তালিকা অনুমোদন করা হলেও উক্ত তালিকাভুক্ত কোন ভোক্তাকে কার্ড প্রদান করা হয়নি। ফলে ডিলারগণ চাল বিতরণ না করে সরাসরি কালোবাজারে বিক্রি করছেন মর্মে অভিযোগ রয়েছে। অথচ খাদ্য বান্ধব কর্মসূচী নীতিমালা ২০২৪ এ তালিকা ভুক্ত ভোক্তার নিকট কার্ড সরবরাহ করার বাধ্যবাধকতা রয়েছে। তালিকা ভুক্তদের কার্ড বিতরণ না করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কোন স্বার্থের বিনিময়ে ডিলারের নিকট চাল সরবরাহ করেছেন তা অজানা বিষয়।অন্যদিকে, (সেপ্টেম্বর ২০২৪) মাস থেকে বরগুনা সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ৮ জন ডিলারের অনুকূলে বরাদ্দ প্রদান না করে ভিন্ন লোকের নামে চালান দিয়ে চাল সরবরাহ করছেন। অথচ মাষ্টার রোল বর্ণিত ডিলারের নামই বের করা হচ্ছে। এতে সরজমিনে দেখা গেছে যে চালান/ডিও এক ব্যক্তির নামে, আবার মাষ্টার রোল অন্য লোকের নামে, আবার বিক্রয় করছেন অন্য লোক। খাদ্য বান্ধব কর্মসূচীর ন্যায় এ রকম একটি জন গুরুত্বপূর্ণ কর্মসূচী নিয়ে এরকম তামাশা করা ভোক্তা ও ডিলারগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
নাম প্রকাশ না কারার স্বার্থে একাধিক ডিলার জানান, তারা খাদ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। বরং বিভিন্ন হুমকি ধামকির স্বীকার হয়েছেন।
ডিলারের নাম সফটওয়্যারে রয়ে গেছে এবং তাদের নামে মাষ্টার রোলে প্রিন্ট হচ্ছে মর্মে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে জানালেও বাস্তব সত্য হচ্ছে সফটওয়্যারের নাম পরিবর্তনযোগ্য। যে ভাবে জেলার অন্য সকল উপজেলায় পুরাতন ডিলারের নাম পরিবর্তন করা হয়েছে।
বরগুনা সদর উপজেলার টিসিবি ভোক্তাদের মাঝে খাদ্য বিভাগের খাদ্য বান্ধব ও ওএমএস ডিলারের মাধ্যমে চাল বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেক ডিলার এর নামে পর্যায়ক্রমে এ চাল বরাদ্দ প্রদান করার কথা থাকলেও দেখা গেছে অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, বরগুনা সদর এ বরাদ্দ প্রদান করছেন। ডিলারগণের সাথে ২/১ জন ডিলারের নামে প্রতি মাসে আবার ৩/৪ জন ডিলারের নামে দু'এক মাস পরপর বরাদ্দ প্রদান করা হচ্ছে। আবার কোন কোন ডিলারের নামে কোন বরাদ্দ প্রদান করা হচ্ছে না।
বরগুনা সদর উপজেলার ৯নং এম, বালিয়াতলী ইউনিয়নের ৩ জন ইউপি সদস্য বরগুনা জেলা কারাগারে থাকলেও এদের ২ জনের নামে অক্টোবর ২০২৫ মাসের খাদ্য বান্ধব কর্মসূচীর বরাদ্দ দিয়ে চাল উত্তোলন করা হয়েছে। কারান্তরীন ব্যক্তির নামে কোন স্বার্থের বিনিময়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চাল বরাদ্দ দিয়ে কার দ্বারা কোন স্বার্থের বিনিময়ে চাল বিতরণ করছেন? ইউনিয়ন পরিষদের অন্য সদস্যদের মাঝে এ বিষয়ে ক্ষোভের প্রকাশ ঘটছে।
বরগুনা জেলার প্রতিটি উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর নতুন ডিলার নিয়োগ করা হলেও শুধুমাত্র বরগুনা সদর উপজেলা কোন নতুন ডিলার নিয়োগ করা হয়নি। বরগুনা সদর উপজেলায় ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি জারী করেও তিনি নতুন ডিলার নিয়োগ না করে পুরাতন ডিলারগণের নিকট থেকে হাতিয়ে নিচ্ছেন অবৈধ উৎকোচ। আবার যারা টাকা খরচ করে আবেদন করার পরও মাসের পর মাস খাদ্য অফিসে এসে ডিলার নিয়োগ না পেয়ে হচ্ছেন হতাশাগ্রস্থ।
অভিযোগের ভিত্তিতে বরগুনা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) শহিদুল ইসলাম ছুটিতে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যপারে বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, (টিসিএফ) শহিদুল ইসলাম ছুটিতে আছেন। আপনারা তার সাথে অভিযোগের ব্যপারে কথা বলুন। তাছাড়া অভিযোগ প্রমানিত হলে (টিসিএফ) এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি।
Aminur / Aminur
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত
দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল
বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ
দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত
মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী
পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহমেদের যোগদান
দীর্ঘদিন অবহেলার পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার
রাণীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ
কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু
জুলাই বিপ্লবের মুখ্য বিষয় ছিল বৈষম্যের বিরোধ, পূর্বধলায় গণসমাবেশে মামুনুল হক
বেড়া'য় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড।