ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ৪:৫৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো: তৈয়ব নামের এক ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যবসায়ী তৈয়ব বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ভূক্ত আসামি'রা হলেন, মো: সেলিম (২৫) ও তার ভাই মো: সুমন (১৯) ও তাদের পিতা আবু সালেহ (৫০) সহ অজ্ঞাত আরও ৫/৬ জন'কে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর রাতে শিকলবাহা গুনির বাপের বাড়ি এলাকার ওই ব্যবসায়ীর ওপর তার প্রতিবেশী সেলিম, সুমন ও আবু ছালেহ'সহ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যদের  পূর্বপরিকল্পিতভাবে তৈয়বের উপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে তৈয়ব'কে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর জখম করে এবং পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, জমি নিয়ে পূর্বে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মিস মামলা (নং–০৪/২০২৪) চলমান ছিল। মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে ‘প্রসিডিং ড্র’ (Proceeding Draw) আদেশ জারি করলে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান ভূক্তভোগী তৈয়বের দাবি।

ভূক্তভোগী মো: তৈয়ব জানান, এই জায়গা'টি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে, এবং আদালতের নিষেধাজ্ঞাও আরোপ করা আছে, কিন্তু আসামিগণ গায়ের জোর দেখিয়ে আদালত অবমাননা করে ওই জায়গায় বাড়ি নির্মাণের কাজ করে যাচ্ছে। এবিষয়ে আমি কর্ণফুলী থানা পুলিশ'কে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের কাজ বন্ধ করে দেয়। এতে আসামি'রা ক্ষিপ্ত হয়ে পুলিশ'কে কেন জানিয়ে সেটা বলে তারা সবাই লাঠি সোঁটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে আশপাশের লোকজনের সাহায্যে আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহেদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সোনাদিয়ার চর থেকে অবৈধ বালি উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৪ লাখ জরিমানা

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা