কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো: তৈয়ব নামের এক ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যবসায়ী তৈয়ব বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার ভূক্ত আসামি'রা হলেন, মো: সেলিম (২৫) ও তার ভাই মো: সুমন (১৯) ও তাদের পিতা আবু সালেহ (৫০) সহ অজ্ঞাত আরও ৫/৬ জন'কে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর রাতে শিকলবাহা গুনির বাপের বাড়ি এলাকার ওই ব্যবসায়ীর ওপর তার প্রতিবেশী সেলিম, সুমন ও আবু ছালেহ'সহ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যদের পূর্বপরিকল্পিতভাবে তৈয়বের উপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে তৈয়ব'কে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর জখম করে এবং পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, জমি নিয়ে পূর্বে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মিস মামলা (নং–০৪/২০২৪) চলমান ছিল। মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে ‘প্রসিডিং ড্র’ (Proceeding Draw) আদেশ জারি করলে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান ভূক্তভোগী তৈয়বের দাবি।
ভূক্তভোগী মো: তৈয়ব জানান, এই জায়গা'টি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে, এবং আদালতের নিষেধাজ্ঞাও আরোপ করা আছে, কিন্তু আসামিগণ গায়ের জোর দেখিয়ে আদালত অবমাননা করে ওই জায়গায় বাড়ি নির্মাণের কাজ করে যাচ্ছে। এবিষয়ে আমি কর্ণফুলী থানা পুলিশ'কে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের কাজ বন্ধ করে দেয়। এতে আসামি'রা ক্ষিপ্ত হয়ে পুলিশ'কে কেন জানিয়ে সেটা বলে তারা সবাই লাঠি সোঁটা নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে আশপাশের লোকজনের সাহায্যে আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এবিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহেদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার
কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ
বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ
জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা
ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো
মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত