ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ২:৪৭

দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, দায়িত্ব বোধ,আন্তরিকতা ও নৈতিকতার দৃষ্টান্ত রেখে বিদায় নিলেন মাগুরার শালিখা উপজেলার সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার চক্রবর্তী। বিদ্যালয়ে দুই দশক ধরে দায়িত্ব পালন করছেন তিনি। 

বিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখার জন্য  ২০১৯ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন তিনি। এছাড়া একই ভুমিকায় অবদান রাখার জন্য পর পর তিন বছর মাগুরা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এজন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে প্রশংসীত হন তিনি।
 
সোমবার ছিল তার শেষ কর্মদিবস। এ উপলক্ষে বিদ্যালয় পরিবার দিনব্যাপী এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সায়েম বিশ্বাস। 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীমাখালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক  প্রধান শিক্ষক সাধন কুমার চ্যাটার্জি, শিক্ষক সমিতির সেক্রেটারি সৈয়দ অঞ্জন আলী, প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল গফফার বিশ্বাস, 

বিদায়ী শিক্ষকের বক্তব্যে অরুণ কুমার চক্রবর্তী আবেগঘন কণ্ঠে বলেন, ১৯৯০ সালে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার শিক্ষকতা শুরু। সেখান থেকে ২০০৬ সালে এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে আসলাম। আজ ২০২৫ সাল এই দীর্ঘ ২০টি বছর এই বিদ্যালয়টি আমার পরিবারের মত ছায়া দিয়ে রাখার চেষ্টা করেছি। সহকর্মী, অভিভাবক, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমার এতদূর আসা সম্ভব হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি মানুষের ৩৫ বছরের শিক্ষকতা জীবন, তার সৃষ্টি, তার সেবা এটা অল্প সময়ে বলে শেষ করা যায় না। সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক অরুণ কুমার চক্রবর্তী পার্থিব জীবনে, পেশাগত জীবনে সফল মানুষ বলা যায়। তিনি শিক্ষার্থীদের শুধু লেখাপড়া নয়, মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করেছেন। তার মতো একজন সৎ, পরিশ্রমী ও মানবিক শিক্ষকের অবদান বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকগণ মনে রাখবে।

অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন, সীমাখালি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন।

এছাড়াও বিদ্যালয়ের সাবেক শিক্ষক, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে উক্ত বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটি, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং স্মৃতি হিসেবে অনেক ধরনের উপহার দিয়ে বিদায়ী অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখা হয়। 

এমএসএম / এমএসএম

পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়

সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ

নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন

অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা

রাণীশংকৈলে একমাথা, দু'মুখ ও চার চোখ বিশিষ্ট অদ্ভুত বাছুর প্রসব, এলাকায় চাঞ্চল্য

ছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফুটানোই আমাদের প্রকৃত মানবিক দায়িত্ব

মুকসুদপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

রহমতপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বৈষম্য মোকাবেলায় সচেতনতামুলক সভা

মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগরে মানববন্ধন