ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাংশায় আ’লীগের অফিস ভাংচুর, দুপক্ষের ১১ জন আহত


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৭-৯-২০২১ দুপুর ৩:৩৫

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুপক্ষের ১১ জন আহত হয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হামলার ঘটনাটি ঘটে। এ হামলার ঘটনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম ও জেলা পরিষদ সদস্য (এমপিপুত্র) মিতুল হাকিমের ছবিসহ অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করা হয়েছে। এ সময় ৯ জন আহত হন।

আহতরা হলেন- ইউনিয়নের দিঘলহাট গ্রামের আশরাফ মণ্ডল (৫৪), জলিল মণ্ডল (৬০), নজরুল ইসলাম (৪৩), বিপুল মণ্ডল ওরফে বির্বল (৪০), আনিচ মণ্ডল (৩০), নটাভাঙ্গা গ্রামের নিয়াতম খা‍ঁ (৫০), কসবামাজাইল গ্রামের ফয়সাল মণ্ডল (২৫), মো. জিন্না (৪০), ডেমনামাড়া গ্রামের সাবু মণ্ডল (৩০)। আহতদের মধ্যে পাঁচজন পাংশা সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন এবং বাকি চারজন মদিনা ক্লিনিকে চিকিৎসাধীন।

আহত আশরাফ মণ্ডল বলেন, রোববার সন্ধ্যা থেকে আমরা ইউপি চেয়ারম্যানের সমর্থক কিছু লোকজন অফিসে বসেছিলাম। হঠাৎ0 করে জাকিরুল বিশ্বাসসহ বেশ কয়েকজন আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায় এবং ভাংচুর করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. কারুজ্জামান খান বলেন, ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয় না থাকায় কসবামাজাইল বাজারে একটি ঘর ভাড়া নিয়ে ৫ বছর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করে আসছি। ঘরটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হিসেবেই পরিচিত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী রকিবুল বিশ্বাসের সমর্থকরা তার ভাই জাকিরুল বিশ্বাসসহ ২০-২৫ জন ভাংচুর ও হামলা চালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল বিশ্বাস বলেন, আমার সমর্থক কোনো লোকজন এ ঘটনার সাথে জড়িত নয়। তারা রাতে বৃষ্টির সময় নিজেরাই ভাংচুর করে আমাদের ওপর দোষ চাপিয়েছে। এ সময় আমার পক্ষের দুজন আহত হয়ে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, ঘটনার পরপরই কসবামাঝাইল পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান