দীর্ঘ ১৮ বছর আমরা সভা-সমাবেশ করতে পারিনি - আবুল কালাম
কুমিল্লা ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ১৮ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গসংগঠনের আমরা যারা এই দলটি করেছি, আমরা এভাবে একত্রিত হতে পারিনি। মতবিনিময় করতে পারিনি, সভা-সমাবেশ করতে পারেনি। মা-বোন যারা আছেন তারা তাদের সন্তানকে হারিয়েছেন , সন্তান তার মায়ের চোখের সামনে নির্যাতিত হয়েছে। চোখের সামনে সন্তানকে ধরে নিয়ে গিয়ে কারা নির্যাতন করা হয়েছে। দীর্ঘদিন মা তার সন্তানকে দেখতে পায়নি। বোন তার স্বামীকে দেখতে পায়নি। আজকে তারেক রহমানের ১৮ বছরের আন্দোলন সংগ্রামের ফসল জুলাই-আগস্টের বিপ্লব। এই বিপ্লবের মহানায়ক দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই-আগস্ট বিপ্লব ঘটেছে। তিনি দীর্ঘ ১৮ বছর এমন একটি দিনের জন্য অপেক্ষা করেছেন। তাই এই দিনটি যখন আসলো আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সেই নির্বাচনের অপেক্ষায়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লাকসামের আজগরা ইউনিয়নের বড়বাম ফাজিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই প্রার্থী বলেন, দেশনায়ক তারেক রহমানের সালাম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এই সালাম খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রাম, নির্যাতন, মামলা-হামলা, গুম-খুন, ত্যাগ স্বীকার করে এই দিনটির জন্য যিনি নিরলস নেতৃত্ব দিয়ে আসছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে ধানের শীষের সালাম দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আজকে সেই ধানের শীষের সালাম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি।
তিনি আরও বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে জয়ী করলে লাকসামের চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করা হবে। কুমিল্লা বিভাগ হবে। ২০০৪ সালে বেগম খালেদা জিয়া কুমিল্লা বিভাগের ঘোষণা দিয়েছেন। আমি জয়ী হলে লাকসামকে জেলায় রূপান্তর করব। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণের মধ্য দিয়ে সমাজে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
আবুল কালাম বলেন, পতিত স্বৈরাচার দীর্ঘ সময় ধরে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। ১৮ বছর ধরে আমাদের দলকে টুকরো টুকরো করে দিতে আপ্রাণ চেষ্টা করে গেছে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা এত মামলা-হামলার পরেও আমরা কিন্তু দ্বিধাবিভক্ত হইনাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের প্রধানমন্ত্রীত্ব দেখতে চাই। তারেক রহমানের প্রধানমন্ত্রী তো দেখবার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে।
বিএনপির প্রার্থী বলেন, ধানের শীষের নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাত-সাতটি বছর জেল খেটেছেন, এই ৮০-৮১ বছর বয়সে। বিনা চিকিৎসায় মৃত্যুরশয্যায়। নিশ্চিত মৃত্যু থেকে তিনি ছয়বার বেঁচে গেছেন। আগামী নির্বাচনে সেই ধানের শীষকে জয়ী করতে হবে।
লাকসাম- মনোহনগঞ্জকে নিয়ে নিজের কর্মপরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা যে কলেজ আছে, আমি জয়ী হলে সেই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। লাকসামে কোন মহিলা কলেজ নেই, আমি জয়ী হলে এখানে একটি মহিলা কলেজ করা হবে। নবাব ফয়জুন্নেছা কলেজে বিশ্ববিদ্যালয়ের মান অলরেডি চলমান। এত বড় জায়গা আর কোথাও পাওয়া যাবে না।
আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এসময় ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ
ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন
গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল
আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু