ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

শীতের আগমনী বার্তায় যশোরে খেজুরগাছ কাটায় ব্যস্ত গাছিরা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৪-১১-২০২৫ বিকাল ৫:০

'নানান রঙের ফুলের মেলা, খেজুরের গুড়ের যশোর জেলা'। শীতের আগমনী বার্তা যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই যশোরের  যশোর বিভিন্ন উপজেলা সহ অভয়নগরে খেজুরগাছ প্রস্তুতে শুরু হয়েছে গাছিদের ব্যস্ততা। শীত জমাট বাঁধার আগেই গাছিদের তৎপরতায় গ্রামজুড়ে নেমেছে রস আর গুড় তৈরির প্রস্তুতি। দড়ি, দা, ঠুঙ্গি আর গাছ তোলার নানা সরঞ্জাম নিয়ে গাছিরা দিনভর ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ বছর উপজেলাজুড়ে প্রায় ১ হাজার ৪শ' ১০ গাছি গাছ তোলা ও রস সংগ্রহের কাজে নেমেছেন। চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে গুড় উৎপাদন। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন গ্রামে চলছে খেজুরগাছের মাথা পরিষ্কারের কাজ। রাস্তার ধারে কিংবা জমির আইলে সারি সারি খেজুরগাছ। গাছিদের দ্রুত পদচারণা-এক গাছ থেকে আরেক গাছে। ধারালো দা-এর টুক শব্দে ভোরের বাতাসে তৈরি হচ্ছে শীতের আগমনী ছন্দ। নিপুণ হাতে গাছের মাথা পরিষ্কার করে দুই সপ্তাহ বিশ্রাম দিতে হবে, এরপরই শুরু হবে রস সংগ্রহ। খেজুর রসকে ঘিরে গ্রামবাংলায় তৈরি হয় শীতের আলাদা এক আবহ। শীত যত বাড়ে, রসের মাধুর্যও তত গভীর হয়। ভোরের গরম রস, সন্ধ্যার রস, আর ঐতিহ্যবাহী পাটালি গুড় শীতের স্বাদকে পূর্ণ করে তোলে এগুলো। পিঠা আর পায়েস তৈরিতে খেজুরের গুড় আবহমান কাল ধরে গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের বাপ্পি ফকির বলেন, 'আমরা খেজুরগাছ কাটা শুরু করেছি। যশোর জেলার খেজুর রস, গুড় আর পাটালির জন্য আমরা গর্ব করি। এই স্বাদই আমাদের পরিচয়।' এ ছাড়া সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের রতন কুমার বলেন, 'আর অল্প কিছুদিনের মধ্যেই রস বের হবে। তাই এ বছর আরও বেশি গাছ কেটেছি। যশোরের ঐতিহ্যবাহী গুড়-পাটালি তৈরি করে বাজারে বিক্রি করব। আশা করি ভালো লাভ হবে।'

এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন বলেন, '১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে খেজুরের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। বর্তমানে এ উপজেলায় প্রায় ৩০ হাজার রস আহরণযোগ্য খেজুরগাছ রয়েছে, যেগুলো থেকে প্রায় ৩৫০ মেট্রিক টন গুড় উৎপাদনের সম্ভাবনা আছে। এই গুড় যেন ভেজালমুক্ত থাকে সে বিষয়ে প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তৎপর থাকবে।'

এমএসএম / এমএসএম

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জাবিতে ভর্তিতে ইংরেজি ও আইন বিভাগের শর্ত পূরণ করতে পারেনি কোনো নারী শিক্ষার্থী, ফলাফল প্রকাশ করতে বিলম্ব

নাগরপুরে মরণফাঁদে পরিণত হয়েছে বেকড়া কোনাবাড়ি ব্রিজ সংস্কারের অপেক্ষায় হাজারো মানুষ

১কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে হাওর বুকে হচ্ছে মোহনগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট

রায়গঞ্জে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, পাঁচ লাখ টাকার মালামাল লুট

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১জন

মনোনয়নপত্র কেনাটা আমার ভুল হয়েছে, আবেগে কিনেছি - সাক্কু

পটুয়াখালীতে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম