হাতিয়ায় বিএনপির দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অর্ধ শতাধিক
নোয়াখালী-৬ হাতিয়া আসনে মনোনয়ন বঞ্চিত ও মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণ করা হয়েছে বেশ কয়েকটি ককটেলের ।
শনিবার সন্ধ্যায় উপজেলার ওছখালী বাজার জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে ওছখালী বাজারের জিরো পয়েন্টের এক পাশে জড়ো হতে থাকে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের সমর্থকরা। একই সময় জিরো পয়েন্টের অপর প্রান্তে জড়ো হয় বিএনপি থেকে মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সমর্থকরা। এর কিছুক্ষণ পর উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য হাতিয়ার বাহিরে রেপার করেন।গুরুতর আহতরা হলেন মোঃ আবু (৬০)শুন্যের চর, আব্দুল্লাহ আল নোমান (২২)নলচিরা ৯ নং ওয়ার্ড, নুরুল ইসলাম (২৮)পৌরসভা ৫ নং ওয়ার্ড, বাকিদেরকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে প্রকৌশলী ফজলুল আজমের লোকজন মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করে।
মাহবুবের রহমান শামীমের নির্বাচনী দায়িত্বে থাকা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, দুপুরের পর থেকে আমরা বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম এর পক্ষে ধানের শীষের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করছিলাম। সন্ধ্যায় আমাদের লোকজন ওছখালি জিরো পয়েন্টে আসলে প্রকৌশলী ফজলুল আজিমের লোকজন উস্কানি মূলক শ্লোগান দিয়ে তাতে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।
প্রকৌশলী ফজলুল আজিমের নির্বাচনী দায়িত্বে থাকা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপন তারা হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহোযোগিতায় চাই।
পরে রাত নয় টার দিকে ধানের শীষের পক্ষে ওছখালী জিরো পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সময় বক্তারা বলেন আমাদের উপর অতর্কিত হামলাকারিদের তীব্র নিন্দা জানান, এবং প্রশাসনের প্রতি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুদৃষ্টি কামনা করেন।
এমএসএম / এমএসএম
মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ
ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন
গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল
আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু